King's Cup 2019: স্টিমাচের কোচিংয়ে প্রথম ম্যাচেই হারের মুখ দেখল ভারতীয় ফুটবল দল

৩১ মিনিটে পেনাল্টি থেকে ভারতের হয়ে ব্যবধান কমান সুনীল ছেত্রী।

Updated By: Jun 5, 2019, 05:51 PM IST
King's Cup 2019: স্টিমাচের কোচিংয়ে প্রথম ম্যাচেই হারের মুখ দেখল ভারতীয় ফুটবল দল

নিজস্ব প্রতিবেদন : হার দিয়েই ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করলেন ক্রোট কোচ ইগর স্টিমাচ। কিংস কাপের প্রথম ম্যাচেই কুরাকাওয়ের কাছে ৩-১ গোলে হারল সুনীল ছেত্রীরা।

বুধবার থাইল্যান্ডের বুরিরামে কুরাকাওয়ের বিরুদ্ধে ৪-২-৩-১ ছকেই দল সাজিয়েছিলেন ইগর স্টিমাচ। গোলে গুরপ্রীত, চার ডিফেন্ডার- সন্দেশ ঝিঙ্ঘান, রাহুল ভেকে, প্রীতম কোটাল ও সুভাশিস বোস। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলান প্রণয় হালদার এবং সাহাল সামাদ। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন উদান্ত সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং লাললিনজুলা ছাঙতে। আর এক স্ট্রাইকার সুনীল ছেত্রী। কিন্তু ম্যাচ শুরুর ১৬ মিনিটেই কুরাকাওয়াকে এগিয়ে দেন বোনেভাচিও। মিনিট দুয়েক পরেই ব্যবধান বাড়ান এলসন হুই।

৩১ মিনিটে পেনাল্টি থেকে ভারতের হয়ে ব্যবধান কমান সুনীল ছেত্রী। ৩ মিনিট পরেই বাকুনার গোলে স্কোরলাইন ৩-১ হয়। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন সুনীলরা। কিন্তু কোন দলই দ্বিতীয়ার্ধে গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে মাঠ ছাড়চে হয় ইগর স্টিমাচের দলকে।   

আরও পড়ুন- দুই অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে ছবি রবি শাস্ত্রীর, বিদ্রুপের শিকার ভারতীয় কোচ

.