স্পিনের মায়াজালে সূর্য নিভিয়ে মধুর প্রতিশোধ নাইটদের

Updated By: May 20, 2015, 02:15 PM IST
স্পিনের মায়াজালে সূর্য নিভিয়ে মধুর প্রতিশোধ নাইটদের

কলকাতা নাইট রাইডার্স- ১৬৭/৭
সানরাইজার্স হায়দরাবাদ-১৩২/৯
কেকেআর জয়ী ৩৫ রানে

ওয়েব ডেস্ক: উপলের জবাব ইডেনে। স্পিনের মায়াজালে বেধে সানরাইজার্সকে হারিয়ে জয়ে ফিরল নাইট রাইডার্স। সানকে নিভিয়ে এই ম্যাচ জেতায় পয়েন্ট তালিকায় বেশ সুবিধাজনক অবস্থায় চলে গেল গৌতম গম্ভীরের দল। পয়েন্ট তালিকায় ১০ ম্যাচ খেলে ১১ পয়েন্ট সংগ্রহ করে নাইটরা এখন তিন নম্বরে। আগামী শনিবার পরের ম্যাচে কেকেআর ঘরের মাঠে খেলবে দিল্লি। ইডেনের পিচ আজ যেরকম আচরণ করল তাতে মুখে হাসি থাকার কথা গম্ভীরের।

আজ ম্যাচের শুরু থেকেই বল ঘুরছিল। শুরুটা বেশ ভালই করেছিলেন গম্ভীর-উথাপ্পা। কিন্তু উথাপ্পা ফিরে যেতেই ধস নামে। ১১ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। তবে ইউসুফ পাঠানের অপরাজিত ৩০ রানের ইনিংসটা দলকে ১৬৭ রানে পৌঁছে দেয়। বল যেভাবে ঘুরছিল তাতে মনে হচ্ছিল রানটা ১৬৭টা হলেও এই পিচে হগ-চাওলাদের সামনে ওয়ার্নারদের কাজটা অনেকটা ১৮০ তোলার সমান। বাস্তবে দেখা গেল টার্গেটটা আরও কঠিন হয়ে গেল। উমেশ যাদব শুরুতেই ওয়ার্নার (৪)-কে ফিরিয়ে দিয়ে স্পিনারদের কাজটা সহজ করে দেন। এরপর হগ-চাওলা যেভাবে বোলিং করছিলেন তার সামনে সানরাইজার্সের ব্যাটসম্যানদের অসহায় দেখাচ্ছিল। হগ-চাওলার মোট ৮ ওভারে ওঠে মাত্র ৩৩ রান, ২ উইকেট। জয়ের ঠিকানা এখানেই লেখা হয়ে গিয়েছিল।

.