বিরাটই ভারতের অধিনায়ক, ইংল্যান্ড সিরিজে দলে আছেন ধোনি

যেমনটা সবাই ভাবছিলেন, হলও তেমনটাই। ধোনির মুকুট এবার বিরাটের মাথায়। ভারতীয় ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা বিসিসিআই জানিয়ে দিল, আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। দলে উইকেট রক্ষক হিসেবে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি ভাই তুমিই আমার ক্যাপ্টেন থাকবে, টুইট বিরাটের

Updated By: Jan 6, 2017, 05:02 PM IST
বিরাটই ভারতের অধিনায়ক, ইংল্যান্ড সিরিজে দলে আছেন ধোনি

ওয়েব ডেস্ক: যেমনটা সবাই ভাবছিলেন, হলও তেমনটাই। ধোনির মুকুট এবার বিরাটের মাথায়। ভারতীয় ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা বিসিসিআই জানিয়ে দিল, আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। দলে উইকেট রক্ষক হিসেবে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি ভাই তুমিই আমার ক্যাপ্টেন থাকবে, টুইট বিরাটের

 

দীর্ঘ বৈঠকের পর তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টির জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। ওডিআই দলে ফিরলেন শিখর ধাওয়ান। দলে আছেন কেদার যাদব। টি-টোয়েন্টি এবং ওডিআই দুই ফরম্যাটেই দলে আছেন যুবরাজ সিং। টি-টোয়েন্টি দলে জায়গা করে নিলেন রায়না।    

তিনটি ওডিআই-এর জন্য ঘোষিত দল- 

বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), রাহুল, শিখর, মনীশ, কেদার, যুবরাজ, অজিঙ্কে রাহানে, আর অশ্বিন, জাদেজা, অমিত মিশ্র, বুমরা, ভুবনেশ্বর, উমেশ যাদব, হার্দিক 

তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত দল-

বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), মনদ্বীপ, রাহুল, রায়না, ঋষভ, যুবরাজ, জাদেজা, চাহাল, মনীশ, বুমরা, ভুবনেশ্বর, নেহেরা, হার্দিক, অমিত মিশ্র    
   

 

 

.