ল্যাপটপ চোরের ভয় বিশ্বকাপে, চুরি পাঁচটা ল্যাপটপ

বুকির ভয় থাকছে, সন্ত্রাসবাদীদের ভয়ও থাকছে। তবে এরা কেউ নয় আসন্ন বিশ্বকাপে অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ডের মূল ভয়ের কারণ ল্যাপটপ চোর। বেশ কয়েক মাস ধরেই নিউজিল্যান্ডে ক্রিকেটে রমরমিয়ে নিজের কীর্তি দেখাচ্ছে ল্যাপটপ চোর। অনেক চেষ্টা করেও সে ধরা পড়ছে না। বিশ্বকাপ শুরুর মাত্র দিন তিনেক আগে ক্রাইস্টচার্চে কঠোর নিরাপত্তার মধ্যেও সেই ল্যাপটপ চোর ফের চুরি করল। কড়া নিরাপত্তা এড়িয়ে এক নিরাপত্তার রক্ষীর কাছ থেকে পাঁচটা ল্যাপটপ চুরি করে পালাল সে। এখানেই শনিবার খেলতে বিশ্বকাপে খেলতে নামবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা।

Updated By: Feb 11, 2015, 11:42 AM IST

ওয়েব ডেস্ক: বুকির ভয় থাকছে, সন্ত্রাসবাদীদের ভয়ও থাকছে। তবে এরা কেউ নয় আসন্ন বিশ্বকাপে অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ডের মূল ভয়ের কারণ ল্যাপটপ চোর। বেশ কয়েক মাস ধরেই নিউজিল্যান্ডে ক্রিকেটে রমরমিয়ে নিজের কীর্তি দেখাচ্ছে ল্যাপটপ চোর। অনেক চেষ্টা করেও সে ধরা পড়ছে না। বিশ্বকাপ শুরুর মাত্র দিন তিনেক আগে ক্রাইস্টচার্চে কঠোর নিরাপত্তার মধ্যেও সেই ল্যাপটপ চোর ফের চুরি করল। কড়া নিরাপত্তা এড়িয়ে এক নিরাপত্তার রক্ষীর কাছ থেকে পাঁচটা ল্যাপটপ চুরি করে পালাল সে। এখানেই শনিবার খেলতে বিশ্বকাপে খেলতে নামবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা।

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে টিম ইন্ডিয়াতে শুভেচ্ছা জানালেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। আধুনিক ডনের মতে এবারের বিশ্বকাপ ধোনি বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ হলেও সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে মেন ইন ব্লুর।

এবারের বিশ্বকাপে  ধোনি বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা কোহলিদের আছে বলেই বিশ্বাস করেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিশ্বকাপ শুরুর আগে তাই ভারতীয় দলকে শুভেচ্ছাও জানিয়ে রাখলেন  আধুনিক ডন।  

এক অনুষ্ঠানে সচিন জানান তার জীবনের প্রথম ইনিংসে ক্রিকেটের বাইশ গজ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবেননি। দ্বিতীয় ইনিংসে তিনি সামাজিক গঠনমুলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান।

 

.