২৪ ঘণ্টার মধ্যে দুই দেশে ১০ উইকেট নিয়ে নজির গড়লেন মালিঙ্গা
সেই ম্যাচ খেলেই মধ্যরাতের বিমানেই শ্রীলঙ্কা উড়ে যান তিনি।
নিজস্ব প্রতিবেদন : মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই দেশে দুটি পৃথক টুর্নামেন্টে খেলে মোট দশটি উইকেট তুলে নিলেন লাসিথ মালিঙ্গা। আইপিএলের পাশাপাশি শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে এই নজির গড়লেন লঙ্কান পেসার।
"I played a match last night for Mumbai and got into flight at 1.40 am landed Sri Lanka at 4.30 in the morning and made it Kandy by 7 am.
We need to show an example to the youngsters" Lasith Malinga - https://t.co/7TmBor9VJD— Sri Lanka Cricket (@OfficialSLC) April 4, 2019
বুধবার রাতে আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলেন মালিঙ্গা। অনেক রাতে খেলা শেষ হয়। সেই ম্যাচ খেলেই মধ্যরাতের বিমানেই শ্রীলঙ্কা উড়ে যান তিনি। ভোর রাতে দ্বীপরাষ্ট্রে নেমেই সকালে ক্যান্ডিতে ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমে পড়েন মালিঙ্গা। ধোনিদের বিরুদ্ধে ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর ক্যান্ডিতে ঘরোয়া টুর্নামেন্টে ৭টি উইকেট নেন তিনি। সব মিলিয়ে ১০ ঘণ্টার ব্যবধানে ১০টি উইকেট নিলেন লঙ্কান পেসার।
আরও পড়ুন - বাহুবলী ৩: বাদ পড়লেন প্রভাস! বাহুবলীর চরিত্রে এবার এই ক্রিকেটার
ক্যান্ডিতে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের ম্যাচে মুম্বইয়ের টুপি পরেই মাঠে নেমে পড়েন মালিঙ্গা। বিশ্বকাপের আগে যখন ক্রিকেটাররা বাড়তি পরিশ্রম করতে চাইছেন না সেখানেই জেটল্যাগের তোয়াক্কা না করে ব্যতিক্রমী চরিত্র লাসিথ মালিঙ্গা।