নিজের মেয়ের অভিভাবকত্বের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ লিয়েন্ডার

নিজের মেয়ের অভিভাবকত্বের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন লিয়েন্ডার পেজ। তাঁর এবং রিয়া পিল্লাইয়ের নাবালিকা সন্তানের পুরোপুরি দায়িত্ব নিতে চান বলে লিয়েন্ডার পিটিসন দিয়েছেন আদালতে। সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিয়ার সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক ২০০৩ সাল থেকে।

Updated By: May 4, 2014, 09:40 PM IST

নিজের মেয়ের অভিভাবকত্বের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন লিয়েন্ডার পেজ। তাঁর এবং রিয়া পিল্লাইয়ের নাবালিকা সন্তানের পুরোপুরি দায়িত্ব নিতে চান বলে লিয়েন্ডার পিটিসন দিয়েছেন আদালতে। সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিয়ার সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক ২০০৩ সাল থেকে।

যদিও আইনত তাঁদের বিবাহ হয়নি। ২০০৫ সালে সঞ্জয় দত্তের সঙ্গে ডিভোর্স হয়েছে বলে রিয়া লিয়েন্ডারকে জানিয়েছিলেন। কিন্তু লিয়েন্ডারের দাবি তিনি পরে জানতে পারেন রিয়া তাঁকে মিথ্যা কথা বলেছেন। রিয়া-সঞ্জয়ের ডিভোর্স হয়েছে অনেক পরে।

ইতিমধ্যে অবশ্য ২০০৬ সালে লি-রিয়ার কন্যার জন্ম হয়। সেই সন্তানের দেখভাল ঠিকঠাক করতেন না রিয়া। এই অভিযোগও তুলেছেন লিয়েন্ডার। লি বলেন ব্যস্ততার মধ্যেও কন্যার খাওয়া দাওয়া , স্কুলে নিয়ে যাওয়া, ঘুমপাড়ানো, গান শেখাতে নিয়ে যাওয়া সবই করতেন তিনি। রিয়া অত্যন্ত কুঁড়ে ও বদমেজাজি। তাই লিয়েন্ডার আদালতের কাছে আবেদন করেছেন কন্যার অভিভাবকত্বের দায়িত্ব যেন তাঁকে দেওয়া হয়।

On Saturday, Paes (40) filed a 27-page petition in the Family Court in Bandra, seeking the custody of his daughter Aiyana, claiming he is concerned for her safety, welfare and wellbeing. -

.