বহুদিন পর ভারতীয় সঙ্গীকে নিয়ে টেনিস সার্কিটে নামতে চলেছেন লিয়েন্ডার
Updated By: Aug 22, 2017, 09:53 AM IST

ওয়েব ডেস্ক: বহুদিন পর ভারতীয় সঙ্গীকে নিয়ে টেনিস সার্কিটে নামতে চলেছেন লিয়েন্ডার পেজ। আসন্ন উইসটন- সালেম ওপেন ও ইউএস ওপেনে লিয়েন্ডারের জুটি হিসেবে দেখা যাবে পুরব রাজাকে। র্যাঙ্কিং পয়েন্টের বিচারে পেজ-রাজা জুটি সরাসরি ইউএস ওপেনে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। সাম্প্রতিক সময়ে পুরব রাজা-দিবিজ শরণ জুটি দীর্ঘ দিন একসঙ্গে খেলেছে।
আরও পড়ুন লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে হারিয়ে নাটকীয় জয় পেল চেলসি
তবে, দুজন মিলিয়ে র্যাঙ্কিং পয়েন্টের বিচারে পিছিয়ে ছিলেন ভারতের এই ডাবলস জুটি। তাই এই জুটি ভেঙে যায়। ওপেন সার্কিটে লিয়েন্ডারের ষষ্ঠ ভারতীয় পার্টনার হিসেবে খেলতে দেখা যাবে পূরব রাজাকে।