মহেশকে হারিয়ে চ্যাম্পিয়ন লি

সাংহাই মাস্টার্স ওপেনে চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার পেজ-স্টেপানেক জুটি। ফাইনালে হারালেন ভারতীয় জুটি ভূপতি-বোপান্নাকে। লন্ডন অলিম্পিকের বিতর্কের পর প্রথমবার ভূপতি-বোপান্না জুটির মুখোমুখি হয়েছিলেন লিয়েন্ডার।তাই রবিবার হাইপ্রোফাইল এই ম্যাচকে ঘিরে ভারতীয় টেনিসমহলে উত্সাহ ছিল তুঙ্গে।

Updated By: Oct 14, 2012, 11:05 PM IST

সাংহাই মাস্টার্স ওপেনে চ্যাম্পিয়ন হলেন লিয়েন্ডার পেজ-স্টেপানেক জুটি। ফাইনালে হারালেন ভারতীয় জুটি ভূপতি-বোপান্নাকে। লন্ডন অলিম্পিকের বিতর্কের পর প্রথমবার ভূপতি-বোপান্না জুটির মুখোমুখি হয়েছিলেন লিয়েন্ডার।তাই রবিবার হাইপ্রোফাইল এই ম্যাচকে ঘিরে ভারতীয় টেনিসমহলে উত্সাহ ছিল তুঙ্গে।
শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই জুটির মধ্যে। প্রথম সেট টাইব্রেকারে হেরে যান লিয়েন্ডার-স্টেপানেক।যদিও দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন ইন্দো-চেক জুটি। ৬-৩ ফলে দ্বিতীয় সেট জিতে ম্যাচ জমিয়ে দেন লিয়েন্ডাররা। সুপারটাইব্রেকে ভূপতিদের হারিয়ে খেতাব নিশ্চিত করেন তারা।লিয়েন্ডারদের পক্ষে খেলার ফল ৬-৭, ৬-৩, ১০-৫। চলতি মরসুমে লিয়েন্ডার পেজের এটি চতুর্থ খেতাব।

.