বিশ্রী হার, পরদেশে শাহরুখের দল অচেনা

আইপিএলের চ্যাম্পিয়ন টিম বিশ্বমঞ্চে শুরুতেই হোঁচট খেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই শোচনীয় হার হল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের। দেশের মাটিতে পাটা পিচে দুর্ধষ দল নাইট রাইডার্স নেলসন ম্যান্ডেলার দেশে খেলতে নেমেই বড় অচেনা। কোথায় সেই আইপিএলের দুরন্ত ক্রিকেট! চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ তে গম্ভীর দলকে দেখে বোঝাই দায় এরাই আইপিএলে একেবোরে বাঘ। বোলিং খারাপ, ফিল্ডিং চোখে দেখা যায় না, ব্যাটিংয়ের হাল তো আরও খারাপ। আর তাই গৌতম গম্ভীরের দল হারল ৫২ রানের বিরাট ব্যবধানে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে।

Updated By: Oct 14, 2012, 11:13 AM IST

দিল্লি ডেয়ারডেভিলস ১৬০-৮ (উন্মুক্ত ৪০, টেলর ৩৬, নারিন ৩-২১, বালাজি ২-৬১)
কলকাতা নাইট রাইডার্স ১০৮-৭ (মনোজ ৩৩, উমেশ ২-১৩, ইরফান ২-১৯)

আইপিএলের চ্যাম্পিয়ন টিম বিশ্বমঞ্চে শুরুতেই হোঁচট খেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই শোচনীয় হার হল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের। দেশের মাটিতে পাটা পিচে দুর্ধষ দল নাইট রাইডার্স নেলসন ম্যান্ডেলার দেশে খেলতে নেমেই বড় অচেনা। কোথায় সেই আইপিএলের দুরন্ত ক্রিকেট! চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ তে গম্ভীর দলকে দেখে বোঝাই দায় এরাই আইপিএলে একেবোরে বাঘ। বোলিং খারাপ, ফিল্ডিং চোখে দেখা যায় না, ব্যাটিংয়ের হাল তো আরও খারাপ। আর তাই গৌতম গম্ভীরের দল হারল ৫২ রানের বিরাট ব্যবধানে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে।
টসে জিতে বল করতে নেমে নাইটদের শুরুটা ততটা খারাপ হয়নি। কিন্তু খারাপ ফিল্ডিং, আর শেষের দিকে খারাপ বোলিং ডোবাল দলকে। নির্ধারিত কুড়ি ওভারে দিল্লি ডেয়ারডেভিলস তোলে ১৬০ রান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে ৩ উইকেট হারায় নাইটরা। সেখানেই পরিষ্কার ছিল নাইটদের কপালে বড় দুঃখ অপেক্ষা করে আছে। বাস্তবেও তাই হল। তবে এত হতাশার মাঝেও প্রাপ্তি মনোজ তিওয়ারির ব্যাটিং। মনোজ দলের পক্ষে ‍সর্বোচ্চ ৩৩ রান করলেন।
এখন এই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার কাজটা নাইটদের পক্ষে অনেকটা কঠিন হয়ে দাঁড়াল। গম্ভীরদের এখন পরের তিনটে ম্যাচের মধ্যে অন্তত দুটোতে জিততেই হবে। দুটো দল এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে। যা অবস্থা, নেট রান রেটের বিচারে নাইটদের (-২.৬০০) থেকে অনেক এগিয়ে দিল্লি ডেয়ারডেভিলস (২.৬০০) এবং টাইটানস (১.৯৫০)। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নাইটদের প্রধান চ্যালেঞ্জার টাইটানস।
সোমবার অকল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে। গ্রুপের শেষ ম্যাচে টাইটানসের সঙ্গে জিততে হবে। নেট রানরেটও বাড়িয়ে রাখতে হবে।

.