UP Crime: প্রেমের ডাকে সাড়া দেওয়াতেই ঘটে গেল বড় সর্বনাশ!
UP Crime News: পুলিস সূত্রে জানা যায়, ললিতপুরের লালু চৌবে নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। তাঁর মুক্তির জন্য পরিবারের কাছে অপহরণকারীরা ফোন করেন। তিনি জানিয়েছেন, তাঁদের পরিবারের তরফে ১ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু জল মাথার উপর চলে যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেজেগুজে ব্লাইন্ড ডেটে গিয়েছিলেন বছর ৫০-এর এক ব্যক্তি। তরুণীর প্রেমের ডাকে সাড়া দেওয়াই হল কাল! ডেটে গিয়েই ঘটে বিপত্তি। ডেটে গিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করলেন ওই তরুণী। মুক্তিপণের টাকা চেয়ে ফেল ফোন! পরবর্তীকালে পুলিসকে খবর দেওয়া হলে গ্রেফতার হয় ১ মহিলা সহ ৩ জন। গোটা ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
পুলিস সূত্রে জানা যায়, ললিতপুরের লালু চৌবে নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়। তাঁর মুক্তির জন্য পরিবারের কাছে অপহরণকারীরা ফোন করেন। তিনি জানিয়েছেন, তাঁদের পরিবারের তরফে ১ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু জল মাথার উপর চলে যায়। ১ লাখ থেকে টাকার পরিমাণ বেড়ে যায় ৩ লাখ টাকা। শেষমেশ পরিবারকে দ্বারস্থ হতে হয় পুলিসের কাছে। এর আগেও লালু চৌবে গিয়েছিলেন ব্লাইন্ড ডেটে। কিন্তু এই ডেটে যাওয়াই হল কাল। তাকে নিয়ে যাওয়া হয় একটি বদ্ধ ঘরে। সেখানেই তাকে আটকে রাখা হয়।
আরও পড়ুন: Woman Harrowing Experience: 'নকল' ওলা ক্যাব! 'পাচার হয়ে যেতাম', ভয়াবহ অভিজ্ঞতা তরুণীর...
ঝাঁসি থানার পুলিস তদন্তে নেমে, চৌবের পুত্র সেজে মুক্তিপণের টাকা নিয়ে যান দুষ্কৃতীদের কাছে। ডেরার কাছে পৌঁছালে ঘিরে ফেলা হয় দুষ্কৃতীদের ডেরা। সেখান থেকেই ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি তিন জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, এইভাবেই ফাঁসানো হয় বিবাহিত পুরুষদের। এই চক্রে জড়িয়ে অনেক মহিলা। ফোন করে প্রস্তাব দিতেন প্রেমের, দেখা করতে চাইতেন। সেই ফাঁদে পা দিলেই তাঁদের অপহরণ করা হত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)