হাঁটুর চোটের কারণ ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন লি না

Updated By: Jul 31, 2014, 11:42 PM IST
হাঁটুর চোটের কারণ ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন লি না

চোটের কারণে আসন্ন ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা লি না। বৃহস্পতিবার হাঁটুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানান তিনি।

লি না এ দিন নিজের ফেসবুক পেজে লিখেছেন, "আমি আমার সকল ভক্তকে জানাচ্ছি দুর্ভাগ্যবশত আমাকে চোটের কারণে মন্টিয়ল ও সিনসিনাটির ডব্লিউটিএ ইভেন্ট ও ইউএস ওপেন থেকে সরে দাঁড়াতে হচ্ছে। গত মার্চ মাস থেকে হাঁটুর চোট আমাকে ভোগাচ্ছে। এই অবস্থায় আমি কখনই আমার সেরাটা দিতে পারব না।"

২০১১ সালে ফরাসি ওপেন জেতার পর এই বছরের শুরুতে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম খেতাব অস্ট্রেলিয়ন ওপেন জেতেন লি না। তিনি বলেন, "আমার মেডিক্যাল টিম আমাকে ব্যাথা পুরোপুরি না সারা পর্যন্ত বিশ্রাম থাকতে বলেছে। বেজিংয়ের ইভেন্টের দিকে তাকিয়ে রয়েছি আমি।"

বছরের শুরুতে অস্ট্রেলিয়ন ওপেন জিতলেও চোটের কারণ ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে ও উইম্বলডনের তৃতীয় রাউন্ডে আউট হয়ে যান লি না।

 

.