চারবার ডোপ টেস্ট মীরাবাইয়ের! প্রশ্নের মুখে নাডা
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাডাকে দিয়ে ক্রিকেটারদের ডোপ টেস্ট করাতে রাজি হয়নি। এবার মীরাবাইয়ের ক্ষেত্রে নাডার ভূমিকাতে খোদ ভারতীয় ক্রীড়ীমহলেই সমালোচনা শুরু হয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতীয়রা পদক পেলেই মাথায় বাজ পড়ে গোটা বিশ্বের। তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন। আই ডব্লু এফের নির্দেশে চারবার ডোপ টেস্ট দিতে হল সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন ভারোত্তোলক মীরাবাই চানুকে।
আরও পড়ুন- রোহিতের সেঞ্চুরির নাম রিতিকা
সম্প্রতি আটচল্লিশ কেজি বিভাগে মীরাবাই সোনা জিতে ভারতের বাইশ বছরের সোনার খরা কাটান। কিন্তু তাতেই চোখ টাটিয়ে যায় অন্য দেশগুলির। প্রশ্ন উঠছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি কেন চারবার ডোপ টেস্ট করালেন মীরাবাইকে। তিনি ভারতীয় বলেই কি এই হেনস্থা। এমনকী জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা নাডার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকদিন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাডাকে দিয়ে ক্রিকেটারদের ডোপ টেস্ট করাতে রাজি হয়নি। এবার মীরাবাইয়ের ক্ষেত্রে নাডার ভূমিকাতে খোদ ভারতীয় ক্রীড়ীমহলেই সমালোচনা শুরু হয়ে গেছে।
আরও পড়ুন- ডবলের ট্রিপল করে ইতিহাসে 'হিটম্যান'