চ্যাম্পিয়ন্স লিগে সর্বাকালের সর্বাধিক গোলদাতা এখন মেসি
লা লিগায় রেকর্ড গড়ার বাহাত্তর ঘন্টার মধ্যে এবার ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। রাউলকে টোপকে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এলএম টেন। মঙ্গলবার রাতের ম্যাচে অ্যাপল নিকোসিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে এই নজির গড়লেন ফুটবলের যুবরাজ।
ওয়েব ডেস্ক: লা লিগায় রেকর্ড গড়ার বাহাত্তর ঘন্টার মধ্যে এবার ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। রাউলকে টোপকে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এলএম টেন। মঙ্গলবার রাতের ম্যাচে অ্যাপল নিকোসিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে এই নজির গড়লেন ফুটবলের যুবরাজ।
ম্যাচের শুরুতে স্পেনের প্রাক্তন তারকা রাউলের মতোই ৭১ গোলে দাঁড়িয়ে ছিলেন মেসি। বার্সেলোনার এই তারকা হ্যাটট্রিক করে পৌঁছে গেলেন ৭৪ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে ৯১ ম্যাচ খেলে এই রেকর্ডের মালিক মেসি। অন্যদিকে ১০৬টি ম্যাচ খেলে ৭০টি গোল করে মেসির পিছনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
অন্যদিকে, সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকের সৌজন্যে ম্যানটেস্টার সিটি ৩-২ গোলে হারাল বায়ার্ন মিউনিখকে।