যন্ত্রণাও কাবু করতে পারেনি লিওনেল মেসিকে
যন্ত্রণাও কাবু করতে পারেনি লিওনেল মেসিকে। কিডনিতে স্টোন থাকা অবস্থাতেই তিনটে ম্যাচে খেলেছিলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। শনিবার স্প্যানিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন মেসির চিকিতসক। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে তলপেটের ব্যাথায় কাবু হয়ে পড়েন বিশ্বফুটবলের সেরা তারকা। দেখা যায় মেসির কিডনিতে স্টোন রয়েছে। সেই অবস্থাতেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে গোলও করেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
ওয়েব ডেস্ক: যন্ত্রণাও কাবু করতে পারেনি লিওনেল মেসিকে। কিডনিতে স্টোন থাকা অবস্থাতেই তিনটে ম্যাচে খেলেছিলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। শনিবার স্প্যানিশ মিডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন মেসির চিকিতসক। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে তলপেটের ব্যাথায় কাবু হয়ে পড়েন বিশ্বফুটবলের সেরা তারকা। দেখা যায় মেসির কিডনিতে স্টোন রয়েছে। সেই অবস্থাতেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে গোলও করেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
এক ধরণের বিশেষ তরঙ্গের সাহায্যে মেসির কিডনির স্টোনের চিকিতসা করা হয়। নয়ই ফ্রেবুয়ারী চিকিতসা শুরু হওযার পর মাত্র দু দিনের ট্রেনিং আর ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে কোপা দেল রে-র সেমিফাইনাল মিস করেছিলেন LM10। তারপর কার্যত কোনও বিশ্রামই নেননি মেসি। একের পর এক ম্যাচে গোল করে গেছেন। তবে চিকিতসের ধারণা ভবিষ্যতে আবার কিডনির স্টোনের সমস্যা আবার ফিরে আসতে পারে।