সুনীল গাভাসকরকে বোর্ড সভাপতি করার নির্দেশ সুপ্রিম কোর্টের, তদন্ত চলাকালীন শ্রীনি নির্বাসনে রাজি বিসিসিআই

১টা ২০: বোর্ডের সভাপতি পদ থেকে শ্রীনিবাসন সরে যেতে রাজি। সুপ্রিমকোর্টকে জানাল বিসিসিআই।

Updated By: Mar 27, 2014, 06:28 PM IST

১টা ২০: বোর্ডের সভাপতি পদ থেকে শ্রীনিবাসন সরে যেতে রাজি। সুপ্রিমকোর্টকে জানাল বিসিসিআই।

১টা ১৫: আসন্ন আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসকে নির্বাসিত করা হক। বিসিসিআই-কে জানাল সুপ্রিমকোর্ট।

১টা ১০: সুনীল গাভাসকরকে বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হক। বিসিসিআই কে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।

১টা: ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট মহেন্দ্র সিং ধোনি। এখানেই সমগ্র ঘটনায় তাঁর জড়িত থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। বললেন আবেদনকারীর আইনজীবী হরিশ সালভে।

১২টা ২০: এই ধরণের অভিযোগের মুখে আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসকে অপসারিত করা হক। দাবি আবেদনকারীর আইনজীবী হরিশ সালভের।

১২টা ১৫: মেইয়াপ্পানকে নিয়ে ধোনি ভুল তথ্য দিয়েছেন। মন্তব্য হরিশ সালভের।

১১টা ৪০: আইপিএল স্পট ফিক্সিং তদন্তের সময় শ্রীনিবাসন সরে দাঁড়াবেন। সুপ্রিমকোর্টকে প্রতিশ্রুতি দিল বিসিসিআই।

১১টা ৩০: সূত্রে খবর, তদন্তে স্বচ্ছতার স্বার্থে এন শ্রীনিবাসনকে সরে যেতে বলা হল বিসিসিআই-এর পক্ষ থেকে।

১১টা ১৮: শীর্ষ আদালতকে বিসিসিআই জানাল তারা সমস্ত রকম তদন্তের জন্য প্রস্তুত।

১১টা ১৫: মুদগল কমিটির রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সুপ্রিমকোর্টকে প্রতিশ্রুতি বিসিসিআই-এর।

১১টা ৫: রায় জানাবার আগে ক্রিকেট স্বার্থ নিয়ে ভাবতে হবে। জানাল সুপ্রিমকোর্ট।

১১টা: মুদগল কমিটির রিপোর্টের ভিত্তিতে সুপ্রিমকোর্ট কোনও রকম শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণের আগে বিসিসিআই শীর্ষ আদালতকে নিজেদের প্রস্তাব দিল।

১০টা ৪৭: সূত্রে খবর, শিবল যাদব বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে পারেন।

.