PAK v ENG, ICC T20 World Cup Final 2022: বিশ্বজয়ী ইংল্যান্ড, শাপমুক্তি! ২০১৬ সালে খালি হাতে ফেরার যন্ত্রণা ব্যাটে মেটালেন স্টোকস
পাকিস্তানের ৮ উইকেটে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৮ রান সংগ্রহ করে নেয়। ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় বারের মতো টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারা ২০১০ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল। বেন স্টোকস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ১ রান করেন লিভিংস্টোন।
চ্যাম্পিয়ন ইংল্যান্ড
— ICC (@ICC) November 13, 2022
পাকিস্তানের ৮ উইকেটে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৮ রান সংগ্রহ করে নেয়। ৬ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় বারের মতো টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তারা ২০১০ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল। বেন স্টোকস ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ১ রান করেন লিভিংস্টোন।
শেষ পর্যন্ত ৪৯ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন বেন স্টোকস
— England Cricket (@englandcricket) November 13, 2022
তাঁর লড়াকু ব্যাটিংয়ের সৌজন্যে ৫ উইকেটে ১৩৮ রান তুলে বিশ্বজয়ী হয়ে গেল ইংল্যান্ড। ২০১৬ সালে এই স্টোকসের বলেই লাগাতার চার ছক্কা মেরে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিলেন কার্লোস ব্রেথওয়েট। আট বছর পর দেশকে ব্যাটে বিশ্বকাপ জিতিয়ে শাপমুক্তি ঘটালেন স্টোকস। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপ জয়েও বড় ভূমিকা নিয়েছিলেন স্টোকস।
মেলবোর্নের উইকেট কাজে লাগিয়ে ভাল বল করলেন ইংল্যান্ডের বোলাররা।
— England Cricket (@englandcricket) November 13, 2022
— ICC (@ICC) November 13, 2022
তার ফলে নিয়মিত ব্যবধানে পাকিস্তানের উইকেট পড়ল। ইংল্যান্ড সাময়িক বিপদে পড়েও বেন স্টোকস দলকে জিতিয়ে দিলেন।
হাফ-সেঞ্চুরি স্টোকসের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেন স্টোকস। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি স্টোকসের প্রথম হাফ-সেঞ্চুরি।
সাবাস বেন স্টোকস
৪৭ বলে ৫১ রান করে দলকে বিশ্বকাপ জয়ের সামনে এনে দিলেন স্টোকস।
১৩২ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড
১২ বলে ১৯ রানে মঈন আলীর ক্যামিও ইনিংস শেষ হল।
ঠাণ্ডা মাথায় ইংল্যান্ডকে কাপ জেতার সামনে এনে দিলেন স্টোকস
ব্রিটিশদের জয়র জন্য দরকার ১২ বলে ৭ রান।
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট।
ইংল্যান্ডের প্রয়োজন ১৮ বলে মাত্র ১২ রান।
মহম্মদ ওয়াসিমকে পরপর দুটি চার মারলেন মঈন আলী। শেষ বলে আবার চার!
১৭ ওভারে ইংল্যান্ডের রান ১২৬ রানে ৪ উইকেট। বেন স্টোকস ৪১ বলে ৪২ ও মঈন আলী ১০ বলে ১৮ রানে ক্রিজে আছেন।
১৬তম ওভারের শেষ বলে চার ও ছক্কা মেরে দিলেন বেন স্টোকস
ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১১০, বেন স্টোকস ৩৮ বলে ৩৯ রানে লড়াই করছেন
বড় জুয়া খেললেন বাবর আজম
শাহিনের ওভার শেষ করবেন ইফতিকার আহমেদ।
বাঁ পায়ে ফের চোট!
মোক্ষম সময় ১৫.১ ওভারে মাঠ ছাড়তে বাধ্য হলেন শাহিন শাহ আফ্রিদি।
১৫ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৯৭, বেন স্টোকস ৩৫ বলে ২৮ রানে লড়াই করছেন
5 overs to go...
41 to win...
How we feeling?#T20WorldCup— England Cricket (@englandcricket) November 13, 2022
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৩০ বলে ৪১ রান।
১৪ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৮৮, বেন স্টোকস ২১ রানে লড়াই করছেন
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৩৬ বলে ৪৯ রান।
১৩ ওভারে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৮৭
ক্রিজে লড়ছেন বেন স্টোকস। সবে এলেন মঈন আলি।
শাদাবের বলে বড় সাফল্য পাকিস্তানের
লং অনের উপর দিয়ে মারতে গিয়ে শাহিনের হাতে ক্যাচ দিলেন হ্যারি ব্রুক। ৮৪ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড।
মেলবোর্নের বাইশ গজে আগুন ঝারালেন তরুণ পাক পেসার নাসিম শাহ
বাঁচলেন বেন স্টোকস। ১২ ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৮২ রান তুলেছে। স্টোকস (১৮) ও হ্যারি ব্রুক (১৮) রানে ক্রিজে আছেন। কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৪৮ বলে ৫৬ রান।
১১ ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৭৯ রান তুলেছে, লড়াই করছেন বেন স্টোকস (১৮) ও হ্যারি ব্রুক (১৫)
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৫৪ বলে ৫৯ রান।
১০ ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭ রান তুলেছে, লড়াই করছেন বেন স্টোকস (১৭) ও হ্যারি ব্রুক (১৪)
— ICC (@ICC) November 13, 2022
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৬০ বলে ৬১ রান।
নয় ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৬৯ রান তুলেছে, লড়াই করছেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৬৬ বলে ৬৯ রান।
বাইশ গজে আগুন ঝরাচ্ছে তিন পাক পেসার
ক্রিজে লড়াই করছেন বেন স্টোকস ও হ্যারি ব্রুক। অষ্ঠম ওভারের শেষ বলে নাসিম শাহের বলে হাতে চোট পেলেন ব্রুক।
আট ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৬১ রান তুলেছে
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৭৩ বলে ৭৭ রান।
সাত ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৫৪ রান তুলেছে
কাপ তুলতে পাকিস্তানের দরকার আরও ৭ উইকেট। ইংল্যান্ডের প্রয়োজন ৭৭ বলে ৮৩ রান।
পাওয়ার প্লে-তে দাপট দেখাল পাকিস্তান
— England Cricket (@englandcricket) November 13, 2022
আফ্রিদি ও হ্যারিস রউফের আগুনে পেসে ম্যাচে ফিরে এল বাবর আজমের দল। ছয় ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
দারুণ কামব্যাক করল পাকিস্তান!
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
বাটলারকে (১৭ বলে ২৬) বোল্ড করে ইংল্যান্ডের চাপ বাড়িয়ে দিলেন হ্যারিস রউফ। ৪৫ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
মারমুখী মেজাজে ইংরেজ অধিনায়ক বাটলার
পাক পেসারদের একাই বুঝে নিচ্ছেন 'জস দ্য বস'! পাঁচ ওভারে ইংল্যান্ডর রান ৪৩ রানে ২ উইকেট। বাটলার ১৬ বলে ২৬ ও স্টোকস ০-তে ক্রিজে আছেন।
চার ওভারে ইংল্যান্ডর রান ৩২ রানে ২ উইকেট।
বাটলার ২০ ও স্টোকস ০-তে ক্রিজে আছেন।
জোড়া ধাক্কা খেল ইংল্যান্ড! ৩২ রানে ২ উইকেট চলে গেল!
হ্যারিস রউফের বলে ইফতিকার আহমেদকে ক্যাচ দিয়ে আউট হলেন ফিল সল্ট।
ক্রিজে দাপট দেখাচ্ছেন 'জস দ্য বস'!
তিন ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ২৮ রান তুলে নিল। বাটলার ১০ বলে ২০ ও ফিল সল্ট ৬ বলে ৬ রানে ক্রিজে আছেন।
উইকেট গেলেও খেলা জমিয়ে দিলেন জস বাটলার
নসিম শাহের ওভারে এল ১৪ রান। দুই ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ২১ রান তুলে নিয়েছে।
প্রথম ওভারের শেষ বলে ধাক্কা দিলেন শাহিন শাহ আফ্রিদি
— ICC (@ICC) November 13, 2022
— Star Sports (@StarSportsIndia) November 13, 2022
ভারতের বিরুদ্ধে ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত অ্যালেক্স হেলস এবার বোল্ড হয়ে গেলেন। ৭ রানে ১ উইকেট হারাল ইংল্যান্ড।
২০ ওভারে মাত্র ৮ উইকেটে ১৩৭ রান আটকে গেল পাকিস্তান
— England Cricket (@englandcricket) November 13, 2022
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
স্যাম কারান নিলেন ১২ রানে ৩ উইকেট। আদিল রশিদ ২২ রানে ২ ও ক্রিস জর্ডন ২৭ রানে ২ উইকেট নিয়েছেন।
— T20 World Cup (@T20WorldCup) November 13, 2022
পাকিস্তানের জঘন্য ব্যাটিং, ১৩১ রানে চলে গেল ৮ উইকেট
শেষ ওভারে ইংল্যান্ডকে ফের সাফল্য এনে দিলেন ক্রিস জর্ডন।
১৯ ওভারে পাক দলের রান ৭ উইকেটে ১৩১ রান
৪ ওভারে ১২ রানে দিয়ে ৩ উইকেট নিলেন তরুণ বাঁহাতি জোরে বোলার স্যাম কারান
১২৯ রানে চলে গেল ৭ উইকেট, ফিরলেন মহম্মদ নওয়াজ
ডেথ ওভারেও ব্যর্থ পাক ব্যাটিং। ম্যাচে তৃতীয় উইকেট তুলে নিলেন স্যাম কারান।
১৮ ওভারে ৬ উইকেটে মাত্র ১২৭ রানে তুলেছে পাকিস্তান
মেগা ফাইনালে আগাগোড়া দুরন্ত বোলিং করল জস বাটলারের ইংল্যান্ড।
এবার ফিরলেন ব্যক্তিগত ২০ রানে আউট হলেন শাদাব খান, ১২৩ রানে ৬ উইকেট হারাল পাক দল
ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে ক্রিস জর্ডনের বলে ফিরলেন পাক অলরাউন্ডার।
১৭ ওভারে ৫ উইকেটে মাত্র ১২২ রানে তুলেছে পাকিস্তান
৩ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন বাঁহাতি পেসার স্যাম কারান। '
১২১ রানে পাঁচ উইকেট হারাল পাকিস্তান
বল হাতে নিয়েই ফের উইকেট তুলে নিলেন স্যাম কারান। ৩৮ রানে আউট হলেন শান মাসুদ।
১৬তম ওভারে এল ১৩ রান, পাকিস্তানের রান ১১৯ রানে ৪ উইকেট
শান মাসুদ ৩৬ ও শাদাব ২০ রানে ক্রিজে আছেন।
১৫ ওভারে পাকিস্তানের রান ১০৬ রানে ৪ উইকেট
শান মাসুদ ৩৪ ও শাদাব ১০ রানে ক্রিজে আছেন।
১৪ ওভারে পাকিস্তানের রান ৯৮ রানে ৪ উইকেট
দারুণ বোলিং করে গেলেন আদিল রশিদ। ইকোনমি (৪-১-২২-২)
১৩ ওভারে পাকিস্তানের রান ৯০ রানে ৪ উইকেট
শান মাসুদ ২৬ ও শাদাব ২ রানে ক্রিজে আছেন।
চাপে ভেঙে পড়ছে পাক দলের মিডল অর্ডার
এবার বেন স্টোকসের বলে আউট হলেন ফর্মে থাকা ইফতিকার আহমেদ।
১২ ওভারে পাকিস্তানের রান ৮৪ রানে ৩ উইকেট
১৪ রানে ২ উইকেট নিয়ে বিপক্ষের উপর চাপ বাড়াচ্ছেন আদিল রশিদ।
বড় ধাক্কা খেল পাকিস্তান, ৮৪ রানে চলে গেল ৩ উইকেট
— ICC (@ICC) November 13, 2022
এবার বাবর আজমকেও ফেরালেন আদিল রসিদ। ইংরেজ লেগ স্পিনারের গুগলি বুঝতে না পেরে কট আন্ড বোল্ড হলেন পাক অধিনায়ক।
১১তম ওভারে এল ১৬ রান
বাবর ৩২ ও শান মাসুদ ২৩ রানে ক্রিজে আছেন। পাকিস্তানের রান ২ উইকেটে ৮৪
— England Cricket (@englandcricket) November 13, 2022
১০ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৬৮
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
বাবর ২৯ ও শান মাসুদ ১১ রানে ক্রিজে আছেন। বাকি ১০ ওভারে কত রান তুলবে পাক দল?
নয় ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৬০
বাবর ২৮ ও শান মাসুদ ৫ রানে ক্রিজে আছেন।
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
আট ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৫০
বাবর ২২ ও শান মাসুদ ১ রানে ক্রিজে আছেন।
জোড়া ধাক্কা খেল পাকিস্তান, ৪৫ রানে চলে গেল ২ উইকেট
রিজওয়ানের পর এবার মহম্মদ হ্যারিসকে আউট করলেন আদিল রশিদ।
— ICC (@ICC) November 13, 2022
সাত ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৪৫
বাবর ১৮ ও মহম্মদ হ্যারিস ৮ রানে ক্রিজে আছেন।
দারুণ বোলিং ও ফিল্ডিং। পাওয়ার প্লে জিতে নিল ইংল্যান্ড!
সেমি ফাইনালের মতো ফাইনালেও বোলিং পাওয়ার প্লে ইংল্যান্ডের নামে লেখা হল। ছয় ওভারে ১ উইকেট হারিয়ে রান ৩৯।
দুরন্ত বোলিং। মাত্র ১ রান দিলেন স্যাম কারান। পাওয়ার প্লে-তে চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড
রিজওয়ানকে হারিয়ে চাপে পাক। পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে রান ২৯।
প্রথম ধাক্কা, রিজওয়ানকে বোল্ড করে পাকিস্তানকে চাপে রাখলেন স্যাম কারান
— England Cricket (@englandcricket) November 13, 2022
২৯ রানে ১ উইকেট হারাল পাকিস্তান।
হাত খুললেন বাবর ও রিজওয়ান
চার ওভারে পাকিস্তানের রান ২৮। বাবর ১১ ও রিজওয়ান ১৫ রানে ক্রিজে আছেন।
খোলস ছেড়ে বেরিয়ে এলেন মহম্মদ রিজওয়ান
চতুর্থ ওভারে ক্রিস ওকসের প্রথম বলেই স্কোয়ার লেগের উপর ছক্কা মারলেন পাক ওপেনার।
এখনও কোনও বাউন্ডারি এল না!
তিন ওভারে পাকিস্তানের রান ১৬। দারুণ বল করলেন তিন ইংরেজ বোলার।
চমক দিলেন জস বাটলার
বেন স্টোকসের হাতে বল না দিয়ে দুই পাক ওপেনারের বিরুদ্ধে এলেন স্যাম কারান।
পাওয়ার প্লে-তে চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড
দুই ওভারে পাকিস্তানের রান ১২। বাবর ৫ ও রিজওয়ান ৪ রানে ক্রিজে আছেন।
চাপ বজায় রাখছে ইংল্যান্ড। প্রথম ওভারে ৮ রান পেল পাকিস্তান
ওভার স্টেপ নো বলের পর ওয়াইড! দারুণ কামব্যাক করলেন বেন স্টোকস।
লক্ষ্য বড় রান
ক্রিজে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান।
— Star Sports (@StarSportsIndia) November 13, 2022
ইংল্যান্ডের প্রথম একাদশ
জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস ও আদিল রশিদ।
— England Cricket (@englandcricket) November 13, 2022
পাকিস্তানের প্রথম একাদশ
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, মহম্মদ হ্যারিস, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহ।
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
দুই দলে কোনও বদল নেই
সেমি ফাইনালে খেলা প্রথম একাদশের উপর ভরসা রাখলেন বাবর আজম ও জস বাটলার।
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
টস জিতল ইংল্যান্ড
পাকিস্তানের বিরুদ্ধে টস জিতল ইংল্যান্ড। বল করার সিদ্ধান্ত নিলেন জস বাটলার।
তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে ইংল্যান্ড
২০১০ সালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সাহেবরা। ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে যায় ব্রিটিশরা। এবার ফের একবার মেগা ফাইনালে নামছে জস বাটলারের দল।
তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলছে পাকিস্তান
এই নিয়ে মোট তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে পাকিস্তান। ২০০৭ সালের উদ্বোধনী মরশুমের ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে যায় পাক দল। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ১৩ বছর পরে ফের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে মাঠে নামছে তারা।
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর অপেক্ষায় পাকিস্তান
১৯৯২ সালে এই মেলবোর্নেই ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইমরান খানের পাকিস্তান। এবার ফের সেই একই মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে দুই দল। স্বাভাবিকভাবেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটাতে মরিয়া বাবর আজমরা।
— England Cricket (@englandcricket) November 13, 2022
ইংল্যান্ডের 'রোড টু ফাইনাল'
১. আফগানিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয়।
২. আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হার।
৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
৪. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ রানে জয়।
৫. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয়।
৬. সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে জয়।
— Pakistan Cricket (@TheRealPCB) November 13, 2022
পাকিস্তানের 'রোড টু ফাইনাল'
১. ভারতের কাছে ৪ উইকেটে পরাজিত।
২. জিম্বাবোয়ের কাছে ১ রানে হার।
৩. নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়।
৪. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৩ রানে জয়।
৫. বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয়।
৬. সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয়।