5 January 2021, 12:45 PM
* কারও ফোন ধরতে পারিনি, ক্ষমা চাইছি। সৌরভকে সামনাসামনি না দেখে তাঁকে নিয়ে কিছু বলার অধিকার নেই।
* হাসপাতালের সমস্ত টিকিৎসকে ধন্য়বাদ জানাব। তাঁরা দারুণ পরিষেবা দিয়েছে। সৌরভ সেরা চিকিৎসা পেয়েছে। দেশের অন্যকোনও প্রান্তে এমন পরিষেবা তিনি পেতেন না।
তাঁর হার্টে গুরুতর কিছু হয়নি। সৌরভের হার্ট স্ট্রং।
5 January 2021, 12:30 PM
সৌরভকে দেখে কী বললেন দেবী শেঠি
* ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়
* কালই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
* চাইলে এখন ম্যারাথনেও দৌড়াতে পারেন, বিমানও চালাতে পারেন সৌরভ। ক্রিকেটেও ফিরতে পারবেন।
* উনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।
* এখনই না হলেও পরে যখন উনি চাইবেন একটি রুটিন অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করে নিতে পারেন সুবিধে মতো।
* ২০ বছর বয়সে সৌরভের হার্ট যেমন ছিল এখনও তেমনই রয়েছে।
* উনি দেশের আইকন
5 January 2021, 08:45 AM
গতকাল ভিডিয়ো কনফারেন্সে কথা হয়েছিল। আজ সৌরভকে (Sourav Ganguly) দেখতে কলকাতায় পৌঁছলেন দেবী শেঠি (Devi Shetty)। তিনি সৌরভকে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। সম্ভাবত আজ দেবী শেঠির পরামর্শের পর আগামিকালই সৌরভকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।