জার্মানির কোচ থাকছেন জোয়াকিম লো

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জল্পনা শুরু হয়েছিল ছেঁটে ফেলা হতে পারে জোয়াকিম লো-কে।

Updated By: Jul 5, 2018, 11:55 AM IST
জার্মানির কোচ থাকছেন জোয়াকিম লো

নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। তারপরেও লো-তেই আস্থা রাখছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান ফুটবল এসোসিয়েশনের (ডিএফবি) পক্ষ থেকে জানানো হয়েছে, জার্মান ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন জোয়াকিম লো।

২০০৬ সালে বিশ্বকাপে য়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারি ছিলেন জোয়াকিম। বিশ্বকাপের পরই জার্মানি দলের দায়িত্ব নেন তিনি। ২০১৪ সালে তাঁর কোচিংয়েই জার্মানি বিশ্বকাপ জেতে। কিন্তু ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মুলারদের। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জল্পনা শুরু হয়েছিল ছেঁটে ফেলা হতে পারে জোয়াকিম লো-কে।

আরও পড়ুন - আর্জেন্টিনার নতুন কোচ পেপ গুয়ার্দিয়ালা?

শেষপর্যন্ত ডিএফবি জানায়, জার্মান ফুটবলের কর্তারা চান ১২ বছর ধরে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রধান কোচের দায়িত্বে থাকা লো দল পুনর্গঠনের দায়িত্বে থাকুক। এর জন্য তিনি নিজের পদেই বহাল থাকবেন এবং দলের পুনর্গঠন প্রক্রিয়া তদারকি করবেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপ পর্যন্তই জার্মানি দলের কোচ থাকছেন জোয়াকিম লো।

.