স্পট ফিক্সিং কাণ্ডে ধোনিকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ
আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি মামলায় জেরা করা হল মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে। বিচারপতি মুকুল মুদগল কমিটির সদস্য বিবি মিশ্র এঁদের দুজনকে জেরা করেছেন। দিল্লিতে চলতি মাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ধোনিদের জেরা করা হয়েছে।
ওয়েব ডেস্ক: আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি মামলায় জেরা করা হল মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে। বিচারপতি মুকুল মুদগল কমিটির সদস্য বিবি মিশ্র এঁদের দুজনকে জেরা করেছেন। দিল্লিতে চলতি মাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ধোনিদের জেরা করা হয়েছে।
ধোনিকে চার ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রায়নার জিজ্ঞাসাবাদ চলে তিন ঘন্টা। ধোনি, রায়না ছাড়া দলের আরও দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা উপস্থিত হননি। দোসরা নভেম্বর আগেই সুপ্রিম কোর্টে জিজ্ঞাসাবাদের রিপোর্ট জমা দেওয়া হবে। আগামী ২ নভেম্বর আইপিএলের স্পট ফিক্সিং মামলায় মুদগল কমিটির রিপোর্টের ভিত্তি রায় দেবে শীর্ষ আদালত।