রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিককে আপত্তিকর মন্তব্য করায় গ্রেফতার ব্যক্তি

ফেসবুকে ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিককে আপত্তিকর মন্তব্য করে নাদিম নামবারদার নামে এক ব্যক্তি। এই অপরাধে ওই ব্যক্তিকে IT Act-এ গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, নাদিম নামবারদার নামে ওই ব্যক্তি ফেসবুকে সাক্ষী মালিক এবং তাঁর ধর্মের নামে আপত্তিকর কিছু মন্তব্য করে। তার বিরুদ্ধে অভিযোগ আনে কিছু সোশ্যাল গ্রুপ।

Updated By: Aug 24, 2016, 12:57 PM IST
রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিককে আপত্তিকর মন্তব্য করায় গ্রেফতার ব্যক্তি

ওয়েব ডেস্ক: ফেসবুকে ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিককে আপত্তিকর মন্তব্য করে নাদিম নামবারদার নামে এক ব্যক্তি। এই অপরাধে ওই ব্যক্তিকে IT Act-এ গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, নাদিম নামবারদার নামে ওই ব্যক্তি ফেসবুকে সাক্ষী মালিক এবং তাঁর ধর্মের নামে আপত্তিকর কিছু মন্তব্য করে। তার বিরুদ্ধে অভিযোগ আনে কিছু সোশ্যাল গ্রুপ।

আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু

 

অভিযুক্ত ব্যক্তি নাদিমের ফেসবুক প্রোফাইল পরীক্ষা করে দেখা গিয়েছে, সে নিজেকে সমাজবাদী পার্টির কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। কিন্তু সমাজবাদী পার্টির ডিস্ট্রিক্ট ইউনিট চিফ জয়বীর সিং এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ওই নামে কোনও ব্যক্তি সমাজবাদী পার্টিতে নেই। সাক্ষী মালিকের নামে অভিযুক্তের আপত্তিকর মন্তব্যের পরই তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে।

আরও পড়ুন দেশে ফিরলেন ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সাক্ষী মালিক

.