১২১ বলে ১৫১ রানের অসাধারণ ইনিংস মনোজ তিওয়ারির

বিশ্বকাপের আগে নির্বাচকদের নোটবুকে নাম লেখাতে মনোজ তিওয়ারি মরিয়া হয়ে উঠলেন। দেওধর ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের জার্সিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে মনোজ করলেন ১২১ বলে ১৫১ রান। মনোজ মারলেন ১৫টা বাউন্ডার, আর চারটে ওভার বাউন্ডারি। বিজয় হাজারে ট্রফিতে ঝকঝকে শতরান করার পর আজকের এই ১৫১ রানের ইনিংস মনোজের জাতীয় দলে ফেরার লড়াইকে জোরদার করবে। মনোজ আর শ্রীবত্‍স ছাড়া পূর্বাঞ্চলের আর কেউ বলার মত রান করতে পারলেন না। পনির্ধারিত ৫০ ওভারে পূর্বাঞ্চল করল ৮ উইকেটে ২৭৩ রান।  জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় যুবরাজ সিংয়ের উত্তরাঞ্চল।

Updated By: Nov 30, 2014, 01:26 PM IST
১২১ বলে ১৫১ রানের অসাধারণ ইনিংস মনোজ তিওয়ারির

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের আগে নির্বাচকদের নোটবুকে নাম লেখাতে মনোজ তিওয়ারি মরিয়া হয়ে উঠলেন। দেওধর ট্রফির সেমিফাইনালে পূর্বাঞ্চলের জার্সিতে উত্তরাঞ্চলের বিরুদ্ধে মনোজ করলেন ১২১ বলে ১৫১ রান। মনোজ মারলেন ১৫টা বাউন্ডার, আর চারটে ওভার বাউন্ডারি। বিজয় হাজারে ট্রফিতে ঝকঝকে শতরান করার পর আজকের এই ১৫১ রানের ইনিংস মনোজের জাতীয় দলে ফেরার লড়াইকে জোরদার করবে। মনোজ আর শ্রীবত্‍স ছাড়া পূর্বাঞ্চলের আর কেউ বলার মত রান করতে পারলেন না। পনির্ধারিত ৫০ ওভারে পূর্বাঞ্চল করল ৮ উইকেটে ২৭৩ রান।  জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় যুবরাজ সিংয়ের উত্তরাঞ্চল।

.