শ্যুটিং বিশ্বকাপের শেষ দিনে সোনা মানু-সৌরভ জুটির, বিশ্বকাপে ৬টি সোনা ভারতের
এবারের শ্যুটিং বিশ্বকাপে ভারতীয় শ্যুটারদের দুরন্ত পারফরম্যান্স।
নিজস্ব প্রতিবেদন: শ্যুটিং বিশ্বকাপের শেষ দিনে সোনা জিতে নিলেন মানু ভাকের এবং সৌরভ চৌধুরি জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলসে সোনা জিতে বিশ্বকাপ শেষ করলেন তাঁরা। এই একই ইভেন্টে রুপো জিতল আর এক ভারতীয় জুটি। রুপো পেলেন ইয়াশাস্বিনী সিং দেশওয়াল-অভিষেক বর্মা জুটি।
GOLD! Manu Bhaker/Saurabh Chaudhary win 10M Air Pistol Mixed Team finals 17-15 over Yashaswini Deswal/Abhishek Verma @ISSF_Shooting World Cup in #Rio 1-2 for India! The pair has now won all 4 ISSF WC Mixed Team Air Pistol golds this year pic.twitter.com/MqlhxFzFe5
— NRAI (@OfficialNRAI) September 2, 2019
২৬ অগস্ট থেকে ব্রাজিলের রিওডিজেনিরো-তে শুরু হয়েছে ISSF World Cup। এবারের শ্যুটিং বিশ্বকাপে ভারতীয় শ্যুটারদের দুরন্ত পারফরম্যান্স। এই বিশ্বকাপে মোট ৬টি সোনার পদক পেয়েছে ভারত।
Indian shooters dominated in Brazil, winning 4 medals in the final day of the World Cup.
Two medals were won by athletes from the People’s Republic of China.https://t.co/Z30GF5yO5G pic.twitter.com/q7PUWcjuLx— ISSF (@ISSF_Shooting) September 2, 2019
এলাভেনিল ভালারিভান, অভিষেক বর্মা, ইয়াশাস্বিনী সিং দেশওয়াল, অপূর্বী চান্ডিলা এবং দীপক কুমারের পর সোনা জিতলেন মানু ভাকের এবং সৌরভ চৌধুরি জুটি।
আরও পড়ুন - বিরাট কোহলি ফাউন্ডেশন পাশে না দাঁড়ালে টেনিস খেলা ছেড়ে দিতে হত সুমিত নাগালকে!