Wimbledon 2021: পুরুষদের ফাইনালে আম্পায়ারের চেয়ারে মহিলা! অল ইংল্যান্ড ক্লাবে ইতিহাস
এই প্রথম পুরুষদের উইম্বলডন ফাইনালে আম্পায়ারের চেয়ারে বসছেন কোনও মহিলা।
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণ পরেই পুরুষদের উইম্বলডন ফাইনালে (Wimbledon 2021 Men’s Singles Final)। কিংবদন্তি নোভাক জোকোভিচের মুখোমুখি মাত্তেয়ো বেরেত্তিনি (Novak Djokovic vs Matteo Berrettini)। যেই জিতুক না কেন লেখা হবে ইতিহাস! তবে জকোভিচ বা বেরেত্তিনির বাইরে আরও একজন আছেন যিনি অল ইংল্যান্ড ক্লাবে ইতিহাস লিখতে চলেছেন।
এই প্রথম পুরুষদের উইম্বলডন ফাইনালে আম্পায়ারের চেয়ারে বসছেন কোনও মহিলা। ক্রোয়েশিয়ার ৪৩ বছরের মারিজা সিসাক (Marija Cicak) ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ইতিহাস লিখতে চলেছেন। মারিজা গোল্ড ব্যাজ চেয়ার আম্পায়ার। সেই ২০১২ থেকে ডব্লিউটিএ এলিট টিমের সদস্য মারিজা।
আরও পড়ুন; সূর্য ডুবলেই Wimbledon 2021 Final! কখন আর কোথায় দেখবেন Djokovic vs Berrettini ম্যাচ?
২০১৪ উইম্বলডনের মহিলাদের ফাইনালে মারিজা চেয়ার আম্পায়ার হিসাবে দায়িত্ব সামলেছেন। এর তিন বছর পর ২০১৭ সালে মহিলা ডাবলসের ফাইনালে আম্পায়ারিং করেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে মেয়েদের সিঙ্গলস ফাইনালও খেলিয়েছিলেন তিনি। এবার মারিজার দায়িত্ব ছেলেদের ফাইনালের।
ফাইনাল জিতলেই সার্বিয়ান সুপারস্টার জকোভিচ গিয়ে বসবেন রজার ফেডেরার ও রাফায়েল নাদালের পাশে। ২০ তম গ্র্যান্ড স্লাম চলে আসবে আগুনে ফর্মে থাকা জকোভিচের দখলে। এর সঙ্গেই জকোভিচ গোল্ডেন স্লামের দিকে এগিয়ে যাবেন। আজ পর্যন্ত বিশ্বের কোনও টেনিস প্লেয়ার এক বছরে চারটি স্লাম ও অলিম্পিক সোনা জেতেননি। করলে পারলে জকোভিচই পারবেন।
জকোভিচ বনাম বেরেত্তিনিরি উইম্বলডন ফাইনাল লন্ডনের অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে। ভারতীয় সময়ে মহারণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Star Sports Select 1 ও Star Sports Select HD, Star Sports Select 2 SD ও HD তে। মোবাইলে খেলা দেখার জন্য: Hotstar
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)