উইম্বলডনের ফাইনাল চলাকালীন সেন্টার কোর্টে কান্নায় ভেঙে পড়েছিলেন মার্লিন সিলিচ

Updated By: Jul 18, 2017, 09:06 AM IST
উইম্বলডনের ফাইনাল চলাকালীন সেন্টার কোর্টে কান্নায় ভেঙে পড়েছিলেন মার্লিন সিলিচ

ওয়েব ডেস্ক: উইম্বলডনের ফাইনাল চলাকালীন রবিবার সেন্টার কোর্টে কান্নায় ভেঙে পড়েছিলেন মার্লিন সিলিচ। প্রথম সেট হারের পর দ্বিতীয় সেটে তখন শূন্য-তিনে পিছিয়ে ক্রোয়েশিয়ান এই টেনিস তারকা। ফেডেরারের কাছে হারের পর সিলিচ নিজেই খোলসা করছেন তার কান্নায় ভেঙে পড়ার কারণ। আসলে সেমিফাইনালে শ্যাম কুয়েরির বিরুদ্ধে খেলার সময়ই পায়ের তলায় ফোস্কার ব্যাথা অনুভব করেছিলেন সিলিচ।

আরও পড়ুন সৌরভ গাঙ্গুলিকে এইভাবে অপমান করাকে মেনে নিতে পারছেন না বালুরঘাটরে মানুষ

তারপর তিরিশ ঘণ্টা ধরে সিলিচকে ফিট করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন তার ফিজিও। কিন্তু কোর্টে নামার পরই আবার ব্যাথা অনুভব করেন ক্রোয়েশিয়ার তারকা। উইম্বলডনের ফাইনালের মত মঞ্চ। উল্টোদিকে ফেডেরারের মত প্রতিপক্ষ। বড় মঞ্চে নিজের সেরাটা দিতে না পারার জন্যই কান্নায় ভেঙে পড়েন সিলিচ। তবে ম্যাচ ছেড়ে বেরিয়ে যাননি তিনি।

আরও পড়ুন  অষ্টমবার উইম্বলডন খেতাব জেতার পর কী বললেন ফেডেরার?

.