Martina Navratilova: 'আমি ক্যানসার মুক্ত’, সাক্ষাৎকারে জানালেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা

তিনি বলেছিলেন, ‘আমি তিন দিন ধরে সম্পূর্ণ আতঙ্কের মধ্যে ছিলাম ভেবেছিলাম যে আমি পরবর্তী ক্রিসমাস দেখতে পাব না’।

Updated By: Mar 21, 2023, 03:16 PM IST
Martina Navratilova: 'আমি ক্যানসার মুক্ত’, সাক্ষাৎকারে জানালেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্টিনা নাভ্রাতিলোভা জানিয়েছেন যে তিনি গলা এবং স্তন ক্যান্সারের আক্রমণ কাটিয় উঠেছেন। ৬৬ বছর বয়সী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়দের একজন মার্টিনার জানুয়ারি মাসে এই রোগ প্রথম পর্যায়ে ধরা পড়ে।

মঙ্গলবার সম্প্রচারিত টক-টিভিতে পিয়ার্স মরগ্যানের সঙ্গে একটি সাক্ষাৎকারে, তিনি বলেছিলেন, ‘যতদূর আমি জানি আমি ক্যান্সার মুক্ত’।

নয়টি উইম্বলডন সিঙ্গেলস শিরোপা জয়ী মার্টিনা বলেছেন, আরও দুই সপ্তাহ সময় ধরে তাঁর স্তনে আরও প্রতিরোধমূলক বিকিরণ হওয়ার পরে তিনি সম্পুর্ন সুস্থ হয়ে উঠবেন।

চেক-আমেরিকান মার্টিনা এবং তাঁর স্ত্রী জুলিয়া লেমিগোভা একটি শিশু দত্তক নেওয়ার পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়েছিল। তাঁর রোগ নির্ণয় হওয়ায় স্থগিত হয় পরিকল্পনা। তিনি বলেছিলেন, ‘আমি তিন দিন ধরে সম্পূর্ণ আতঙ্কের মধ্যে ছিলাম ভেবেছিলাম যে আমি পরবর্তী ক্রিসমাস দেখতে পাব না’।

আরও পড়ুন: Shahid Afridi: ভারতের পতাকায় সই করে মন জিতলেন 'বুম বুম আফ্রিদি', কিন্তু কীভাবে? দেখুন ভাইরাল ভিডিয়ো

তিনি বলেন, ‘আমি যা করতে চেয়েছিলাম তার সমস্ত কিছুর তালিকা আমার মনে এসেছিল। এবং এটি সত্যিই অগভীর শোনাতে পারে, তবে আমি ভেবেছিলাম, আমি যদি আর এক বছর বেঁচে থাকি তবে আমি সত্যিই কোন অসাধারণ গাড়িটি চালাতে চাই?'

১৮-বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এর আগে ২০১০ সালে প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসারের জন্য চিকিৎসা করিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি টেক্সাসে WTA ফাইনালের সময় নিজের ঘাড়ে একটি বর্ধিত লিম্ফ নোড নিয়ে ডাক্তারদের কাছে গিয়েছিলেন।

মার্টিনা টক-টিভিকে বলেছেন, ‘আমি লক্ষ্য করেছিলাম যে আমার বাম লিম্ফ নোড বড় হয়েছে এবং আমি ভেবেছিলাম এটি একটি শিংলস ভ্যাকসিন থেকে এসেছে যা আমি এক সপ্তাহ আগে দিয়েছিলাম। কিন্তু তারপরে কয়েক সপ্তাহ এটি কমেনি তাই আমি ডাক্তারকে ডেকেছিলাম’।

বায়োপসির ফলাফলে ক্যানসারের ইঙ্গিত পাওয়া যায় কিন্তু টেনিস পন্ডিতকে তার শরীরে এর উৎপত্তি কোথায় তা জানতে আরও চার দিন অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন: Jose Barreto: 'সবুজ তোতা' ব্যারেটোর নতুন মোহনবাগান-স্বপ্ন, দেখুন ভিডিয়ো

তিন সপ্তাহ ধরে প্রতিদিন বিকিরণ চিকিৎসা এবং কেমোথেরাপির তিন সপ্তাহের রাউন্ড চলার কারণে অসুস্থতার সময় কীভাবে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছিলেন সেই বিষয়ে জানিয়েছেন মার্টিনা। তিনি জানিয়েছেন এটি তাঁর করা সবথেকে কঠিন কাজ।

তিনি বলেন ‘এটি কঠিন কাজ ছিল কারণ প্রথম সপ্তাহে একই সময়ে কেমো এবং বিকিরণ উভয়ই দিতে হয়’। তিনি আরও বলেন, ‘যখন আপনি খারাপ বোধ করতে শুরু করেন তখন আপনি নিশ্চিত হতে পারবেন না যে এটি কেমো বা প্রোটন কোথা থেকে এসেছে’।

তিনি বলেন, ‘আমি সত্যিই তিন সপ্তাহ পর্যন্ত প্রোটন অনুভব করিনি কিন্তু তারপরে আপনার মুখে ব্যথা হয় এবং আপনার গলা বন্ধ হতে শুরু করে’।

১৯৭৩ থেকে ২০০৬ পর্যন্ত বিস্তৃত খেলয়াড়ি জীবনে মার্টিনা ওপেন যুগের অন্যতম সফল মহিলা খেলোয়াড় হয়ে ওঠেন।

তার ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা একটি রেকর্ড। এর মধ্যে ১৮টি একক শিরোপা এবং ৪১টি ডাবলস এবং মিক্সড ডাবলস ট্রফি রয়েছে। তাঁর নয়টি উইম্বলডন একক চ্যাম্পিয়নশিপের শিরোপাও একটি রেকর্ড। সব মিলিয়ে তিনি ১৬৭টি একক এবং ১৭৭টি দ্বৈত শিরোপা জিতেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.