মেরী কমের 'ঘুষিতে' ১৮০ ডিগ্রী ঘুরে গেল বক্সিং ইন্ডিয়া

নিজেদের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গেল বক্সিং ইন্ডিয়া। সম্প্রতি তারা জানিয়েছিল মেরিকমকে অলিম্পিকের ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কারণ শিবিরে না এসে নিজেই ট্রেনিং করছেন মেরি। তাই ট্রায়ালে অংশ নিতে পারবেন না মেরি, জানিয়েছিল বক্সিং ইন্ডিয়া। কিন্তু শুক্রবার নিজেদের অবস্থান থেকে সরে এল ফেডারেশন।

Updated By: Apr 17, 2015, 06:52 PM IST
মেরী কমের 'ঘুষিতে' ১৮০ ডিগ্রী ঘুরে গেল বক্সিং ইন্ডিয়া

ওয়েব ডেস্ক: নিজেদের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গেল বক্সিং ইন্ডিয়া। সম্প্রতি তারা জানিয়েছিল মেরিকমকে অলিম্পিকের ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কারণ শিবিরে না এসে নিজেই ট্রেনিং করছেন মেরি। তাই ট্রায়ালে অংশ নিতে পারবেন না মেরি, জানিয়েছিল বক্সিং ইন্ডিয়া। কিন্তু শুক্রবার নিজেদের অবস্থান থেকে সরে এল ফেডারেশন।

এখন তাদের বক্তব্য মেরিকে ট্রায়ালে অংশ না নিতে দেওয়ার কথা তারা কোনওদিন বলেনি। অনুশীলনের জন্য ক্যাম্পে না এলেও ট্রায়ালের জন্য মেরিকে শিবিরে আসতে হবে বলে জানানো হয়েছিল বলে দাবি বক্সিং ইন্ডিয়ার। স্বাধীনভাবে মেরি অনুশীলন করার ক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছে বক্সিং ইন্ডিয়া।

.