মরসুমের ময়নাতদন্ত মোহনবাগানে
মরসুম শেষে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতে বৈঠকে বসবেন মোহনবাগানের শীর্ষকর্তারা। চলতি মরসুমে প্রায় ১৩ কোটি টাকা দেওয়া হয়েছে ফুটবলারদের। এত টাকা খরচ করলেও ট্রফির ভাঁড়ার গতবারের মতই শূন্য।
মরসুম শেষে ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতে বৈঠকে বসবেন মোহনবাগানের শীর্ষকর্তারা। চলতি মরসুমে প্রায় ১৩ কোটি টাকা দেওয়া হয়েছে ফুটবলারদের। এত টাকা খরচ করলেও ট্রফির ভাঁড়ার গতবারের মতই শূন্য। সাফল্য না-আসায় এবার কড়া হতে চলেছেন কর্তারা। মরসুম শেষে কর্তারা বসবেন কোন ফুটবলার কেমন পারফর্ম করেছেন তা নিয়ে। প্রচুর অর্থ নিয়েও বেশ কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স প্রশ্নের মুখে। মূলত সেদিকে নজর দেওয়ার জন্যই আগামী মরসুমে দলগঠনের আগে চলতি মরসুমের ফুটবলারদের পারফরম্যান্সের মূল্যায়ন করতে চাইছেন মোহনকর্তারা।