বাংলার মুখ রঙিন হল সাদা-কালোর রঙে, ৪৩ বছর পর মহমেডান স্পোর্টিংয়ের দখলে আইএফএ শিল্ড

৪৩ বছর পর শিল্ড চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং। যুবভারতীতে ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশের জামাল ধানমন্ডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মহমেডান।আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মহমেডান। ফাইনালে বাংলাদেশের ক্লাব ধানমন্ডিকে হারিয়ে ৪৩ বছর পর শিল্ড চ্যাম্পিয়ন হল মহমেডান।

Updated By: Feb 15, 2014, 10:47 PM IST

৪৩ বছর পর শিল্ড চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং। যুবভারতীতে ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশের জামাল ধানমন্ডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মহমেডান।আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হল মহমেডান। ফাইনালে বাংলাদেশের ক্লাব ধানমন্ডিকে হারিয়ে ৪৩ বছর পর শিল্ড চ্যাম্পিয়ন হল মহমেডান।

অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ গোল করে দুই দল। তারপর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে৪৩ বছর পর শিল্ড জয়ের খরা মেটাল মহমেডান। খেলার প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে শিল্ড ফাইনাল। ম্যাচের আঠাশ মিনিটে দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে ধানমন্ডিকে এগিয়ে দেন সনি নর্ডি। কিন্তু প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে মহমেডানকে সমতায় ফেরান মেহরাজউদ্দীন। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফলাফল এক থাকায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। কিন্তু অতিরিক্ত সময়েও ফলাফল নির্ধারণ না হওয়ায় অবশেষে টাইব্রেকারে ম্যাচের মীমাংসা হয়। পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জয় পায় মহমেডান। দুটি গোল বাঁচিয়ে এদিন ম্যাচের নায়ক মহমেডান গোলকিপার নসিম আখতার।

.