Surajit Sengupta: কেমন আছেন প্রাক্তন ফুটবলার? জানতে পড়ুন
লড়াই করছেন সুরজিৎ সেনগুপ্ত।
![Surajit Sengupta: কেমন আছেন প্রাক্তন ফুটবলার? জানতে পড়ুন Surajit Sengupta: কেমন আছেন প্রাক্তন ফুটবলার? জানতে পড়ুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/05/363932-surajit.jpg)
নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিনের তুলনায় তাঁর শারীরিক অবস্থা এখন কিছুটা ভাল। শরীরে নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। তবুও ভেন্টিলেশনেই রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত।
গত কয়েকদিনের মতো শনিবারও এই প্রাক্তন ফুটবলারের মেডিক্যাল বুলেটিন হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে প্রাক্তন স্ট্রাইকারের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে। এমনকি নিয়ন্ত্রণে রয়েছে তাঁর রক্তচাপ। তাই ভেসোপ্রেসার এই মুহূর্তে খুলে নেওয়া হয়েছে। স্বাভাবিক রয়েছে তাঁর হৃদস্পন্দন।
আরও পড়ুন: INDvsWI, Team India’s 1000th ODI: কেন Virat Kohli-র নীতি ধরে এগোতে চাইছেন Rohit Sharma? জানতে পড়ুন
চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। বিশেষজ্ঞেরা তাঁকে সবসময় পর্যবেক্ষণে রাখছেন।
করোনা সংক্রমণ নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে।