Mehuli Ghosh | WATCH: জি ২৪ ঘণ্টার 'স্বয়ংসিদ্ধা' মেহুলি, বঙ্গকন্যার বিশ্বকাপে সোনা জয়
এদিন ফাইনালে মেহুলিরা ১৭-১৩ হারিয়েছেন হাঙ্গেরির ইস্তভান পেনি (Istvan Pen) ও এজ়তার মেসজ়ারোসকে (Eszter Meszaros)।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাংলার শুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh) ফের দেশের মুখ বিশ্বমঞ্চে গর্বিত করেছেন। বুধবার অর্থাৎ আজ কোরিয়ায় অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে (ISSF Shooting World Cup 2022) মেহুলি ও শাহু তুষার (Shahu Tushar) দেশকে এনে দিয়েছেন সোনার পদক । ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে (10m Air Rifle Mixed Team final) মেহুলি-শাহু জুটির যুগলবন্দিতে ভারতের ঝুলিতে এসেছে দ্বিতীয় সোনা।
এদিন ফাইনালে মেহুলিরা ১৭-১৩ হারিয়েছেন হাঙ্গেরির ইস্তভান পেনি (Istvan Pen) ও এজ়তার মেসজ়ারোসকে (Eszter Meszaros)। মেহুলিরা ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফায়ারে ৬৩৪.৪ পয়েন্ট তুলে শীর্ষস্থানে শেষ করেছিলেন। ইস্তভান-এজ়তার (৬৩০.৩) অনেকটাই পিছিয়ে ছিলেন। এর আগে ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এশিয়াডে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা পেয়েছেলিন মেহুলি। সে বছরই মেহুলিকে জি ২৪ ঘণ্টা 'স্বয়ংসিদ্ধা' সম্মানে ভূষিত করেছিল। জি চিনে নিয়েছিল আগামীর প্রতিভাকে।
হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি। মেয়ের সোনা জয়ে তাঁর মা মিতালি ঘোষ খুবই খুশি হয়েছেন। বৈদ্যবাটির বাড়িতে বসে তিনি জানিয়েছেন যে, এদিবন সকালে মেয়ের খেলা দেখেছেন তিনি। অনেকদিন পর দেশের জার্সিতে মেয়েকে খেলতে দেখে তিনি যেমন আনন্দ পেয়েছেন, তেমন গর্বিতও হয়েছেন। মেহুলির মা জানিয়েছেন যে, ভবিষ্যতে তাঁর মেয়ে অলিম্পিক্সে পাখির চোখ করে এগিয়ে যেতে চায়।
আরও পড়ুন: Diamond Derby 1997: ডায়মন্ড ডার্বির ২৫, বাইচুংয়ের হ্যাটট্রিক নিয়ে আবেগি প্রথম গোলদাতা নাজিমুল
আরও পড়ুন: ISSF Shooting World Cup: শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার, মেহুলি-শাহু দেশকে দিলেন দ্বিতীয় সোনা