Nana Patekar-Virat Kohli: বিরাট দ্রুত ফিরলে মুখে খাবার তোলেন না নানা! নেটপাড়ার মিম বলছে, 'আপনাকে অনশনেই...'
Nana Patekar-Virat Kohli: বিরাট কোহলি দ্রুত আউট হলে মুখে খাবার তোলেন না নানা পাটেকর! আর এরপরেই শুরু ট্রোল-মিমের বন্য়া...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে, নানা পাটেকর (Nana Patekar) এক অজানা কাহিনি শুনিয়েছেন। বলিউডের তারকা অভিনেতা জানিয়েছেন যে, তিনি ভারতীয় ক্রিকেটের নক্ষত্র বিরাট কোহলির (Virat Kohli) অন্ধভক্ত।
নানা বলেছেন, 'বিরাট কোহলি এমন এক খেলোয়াড় যাকে আমি খুবই পছন্দ করি। বিরাট তাড়াতাড়ি আউট হলে আমার খাবার খেতেও ভালোলাগে না'। শুক্রবার অর্থাত্ আজ থেকে সিডনিতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) বর্ডার-গাভাসকর ট্রফির (BGT 2024-25) পঞ্চম ও শেষ টেস্ট। আর এই টেস্টেও কোহলি জলদিই আউট হয়েছেন। ১৭ রানে ফিরেছেন তিনি। আর এরপরেই নেটপাড়ায় ট্রোল-মিমে ভেসে যাচ্ছে...
আরও পড়ুন: 'আর কবে?' সিডনিতেও সেই চেনা হতশ্রী বিরাট, লজ্জার পরিসংখ্যানে এখন বুমরারও পিছনে!
গতবছর নভেম্বরের ঘটনা, ৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাট কোহলি টেস্ট শতরান পেয়েছিলেন। মনে করা হয়েছিল রাজা রাজত্বে ফিরেছিলেন পয়মন্ত অস্ট্রেলিয়ায়। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০০ রান! কিন্তু পারথের পর থেকে আবার সেই চেনা হতশ্রী বিরাট!
প্রথম টেস্টের পরই অজি পেসারদের কাছে বিরাটকে আউট করা জলভাতের মতো হয়ে গিয়েছে! তাঁরা বুঝে গিয়েছেন অফস্টাম্পের বাইরে পঞ্চম থেকে সপ্তম স্টাম্পে লক্ষ্য় করে বল করতে পারলেই চলবে। বিরাট খোঁচা দিয়ে নিজে উইকেট দিয়ে আসবেন। মাথা খাটাতেও হবে না, আলাদা কসরতও করতে হবে না। এটাই কোহলিকে ফেরানোর সহজ রেসিপি!
সিডনি টেস্টের প্রথম ইনিংসেও সেই একই গল্প। স্কট বোলান্ড গুড লেন্থে পঞ্চম স্টাম্পে বল রেখেছিলেন। কোহলি যথারীতি খোঁচা দেন। বিউ ওয়েবস্টার তৃতীয় স্লিপে মোতায়েন ছিলেন, ঝাঁপিয়ে তালুবন্দি করে নেন ক্য়াচ। যদিও এদিন কোহলি প্রথম ডেলিভারিতেই এরকম খোঁচা দিয়েছিলেন। তবে স্টিভ স্মিথ ক্যাচ নেওয়ার সময়ে মাটিতে হাত ছুঁইয়ে ফেলেছিলেন বলে, কোহলি বেঁচে গিয়েছিলেন শুরুতে। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। ৬৯ বলে ১৭ রান করে আউট হন তিনি! এই নিয়ে কোহলি শেষ ছয় ইনিংসে একই ভাবে উইকেট দিয়ে এলেন।
আরও পড়ুন: তিন তোপ, নিশ্চিহ্ন নিজামের শহর! যুবভারতীতে বর্ষবরণের দুরন্ত পার্টি মোহন বাগানের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)