হারের জন্য হিগুয়েনদের দুষলেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের জন্য আর্জেন্টিনার স্ট্রাইকারদের দায়ী করলেন লিওনেল মেসি। তিনি বলেন জেতার মত সুযোগ স্ট্রাইকাররা পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে না পারার জন্য বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হল তাদের।

Updated By: Jul 14, 2014, 08:42 AM IST

-----------------------------------------
বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের জন্য আর্জেন্টিনার স্ট্রাইকারদের দায়ী করলেন লিওনেল মেসি। তিনি বলেন জেতার মত সুযোগ স্ট্রাইকাররা পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে না পারার জন্য বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হল তাদের।

বিশ্বকাপ জিততে না পারার হতাশা কুরে কুরে খাচ্ছে লিওনেল মেসিকে। ফাইনালে জিততে না পারার জন্য আর্জেন্টিনার স্ট্রাইকারদের দায়ি করেছেন ফুটবলের যুবরাজ। তিনি বলেন জেতার মত সুযোগ স্ট্রাইকাররা পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে না পারার জন্য বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হল তাদের। মেসি বলেন তারা বিশ্বকাপ জিতে দেশের মানুষকে বড় উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। কোচ আলেসান্দ্রো সাবেয়াও হতাশ। তবে তিনি দলের পারফরম্যান্সে গর্বিত।

সাবেয়া বলেন, ফাইনালে উঠেও জিততে পারেনি তার দল । এটা অত্যন্ত দুঃখের। কিন্তু গোটা টুর্নামেন্টে তার দলের ছেলেরা যে লড়াইটা করেছেন তাকে তিনি স্যালুট জানাচ্ছেন। সাবেয়ার মতন বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ গোটা দলের। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মাসচেরেনো বলেন বিশ্বকাপ জয়ের এত কাছে এসেএ জিততে না পারার দুঃখ সারাজীবন তাদের বয়ে বেড়াতে হবে। কারন তাদের সামনে সুযোগ এসেছিল তারা পারেননি। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এই আর্জেন্তেনীয় ফুটবলার।

.