বার্সেলোনায় সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জানাতে চলেছেন মেসি-সুয়ারেজরা

Updated By: Aug 19, 2017, 11:50 PM IST
বার্সেলোনায় সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ জানাতে চলেছেন মেসি-সুয়ারেজরা

ওয়েব ডেস্ক : সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে বার্সেলোনা। জোড়ে সন্ত্রাসবাদী হামলায় কমপক্ষে ১৩জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন শতাধিক। নক্কারজনক এই ঘটনার প্রতিবাদ জানাতে চলেছেন মেসি-সুয়ারেজরা। রবিবার রিয়াল বেটিসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগায় অভিযান শুরু করতে চলেছে বার্সেলোনা। সেদিন বিশেষ জার্সি পরে মাঠে নামবে টিম বার্সা। জার্সির পেছনে ফুটবলারদের নামের জায়গায় লেখা থাকবে বার্সেলোনা। আর জার্সির সামনে লেখা থাকবে we are all barcelona। সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে লড়াইয়ে বার্তা ন্যু ক্যাম্প থেকে গোটা বিশ্বে পৌছে দিতে চাইছেন মেসিরা। কিক অফের সময় এক মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবার বুন্দেশলিগা অভিযান শুরু করার আগে বার্সেলোনায় সন্ত্রাসবাদী হামলায় প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে বায়ার্ন মিউনিখ আর বায়ার লেভারকুশনের ফুটবলার-রা।

আরও পড়ুন- জিএসটির ধাক্কায় বাড়ছে ইডেনের টিকিটের দাম

.