ন্যু ক্যাম্পে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! বদলার ম্যাচ সিআর সেভেনের

নিয়ম রক্ষার ম্যাচ হলেও এলএমটেন বনাম সিআর সেভেন লড়াই ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ন্যু ক্যাম্পে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 7, 2020, 06:04 PM IST
ন্যু ক্যাম্পে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! বদলার ম্যাচ সিআর সেভেনের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ন্যু ক্যাম্পে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। উয়েফা চাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা-জুভেন্টাস। দুই দলই ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এলএমটেন বনাম সিআর সেভেন লড়াই ঘিরে উন্মাদনার পারদ চড়ছে ন্যু ক্যাম্পে।

চ্যাম্পিয়ন্স লিগে জি-গ্রুপে এবার একই সঙ্গে রয়েছে বার্সেলোনা এবং জুভেন্টাস। তুরিনে প্রথম সাক্ষাতে অবশ্য মেসি-রোনাল্ডোর দেখা হয়নি। করোনায় আক্রান্ত ছিলেন সিআর সেভেন। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। গোল করেছিলেন মেসি। এবার বার্সেলোনার ঘরের মাঠে জুভেন্টাসের বদলার ম্যাচ। আপাত গুরুত্বহীন ম্যাচটা উত্তাপ ছড়াচ্ছে মেসি-রোনাল্ডোর জন্যই।

 

যদিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ দুটি ম্যাচে মেসিকে দলে রাখেননি কোম্যান। লা লিগাতেও একেবারেই ছন্দে নেই বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে নিয়ম রক্ষার ম্যাচে কি মেসিকে নামাবেন বার্সা কোচ? এই প্রশ্ন থাকছেই। ছন্দে রয়েছেন রোনাল্ডো। ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৭৫০ গোলের মাইলস্টোন ছুঁয়েছেন কয়েকদিন আগেই। তবে মেসি-রোনাল্ডো একে অপরকে সামনে দেখলে জ্বলে ওঠেন-এই প্রেক্ষিতে কোভিড কালে দুই মহাতারকার দ্বৈরথ কতটা উত্তাপ বাড়াতে পারে সেদিকেই তাকিয়ে ফুটবলমহল।

আরও পড়ুন - 'Concussion call' নিয়ে ICC-র কাছে নিরপেক্ষ চিকিত্সকের দাবি তুললেন মার্ক ওয়া

.