অবসর ভেঙে ফিরে এসেও ভেনিজুয়েলা ম্যাচে খেলবেন না মেসি!

গত উরুগুয়ে ম্যাচে তাঁর জন্যই জয় পেয়েছে আর্জেন্টিনা।অবসর ভেঙে ফিরেও এসেছিলেন তিনি ওই ম্যাচেই। তা সত্ত্বেও ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলা হবে না লিওনেল মেসির! কারণ, উরুগুয়ে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনার কোচ বাউজা মেসির পরের ম্যাচে খেলতে না পারার বিষয় জানিয়েছেন। বাউজা বলেছেন, 'লিও ব্যথা অনুভব করছে। দুর্ভাগ্যবশত পরের ম্যাচে ও খেলতে পারবে না। আমরা ওর বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। আমরা মেসির সঙ্গে কথা বলেছি। চিকিৎসক লিওকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।'

Updated By: Sep 3, 2016, 04:43 PM IST
অবসর ভেঙে ফিরে এসেও ভেনিজুয়েলা ম্যাচে খেলবেন না মেসি!

ওয়েব ডেস্ক: গত উরুগুয়ে ম্যাচে তাঁর জন্যই জয় পেয়েছে আর্জেন্টিনা।অবসর ভেঙে ফিরেও এসেছিলেন তিনি ওই ম্যাচেই। তা সত্ত্বেও ভেনিজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলা হবে না লিওনেল মেসির! কারণ, উরুগুয়ে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনার কোচ বাউজা মেসির পরের ম্যাচে খেলতে না পারার বিষয় জানিয়েছেন। বাউজা বলেছেন, 'লিও ব্যথা অনুভব করছে। দুর্ভাগ্যবশত পরের ম্যাচে ও খেলতে পারবে না। আমরা ওর বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। আমরা মেসির সঙ্গে কথা বলেছি। চিকিৎসক লিওকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।'

আরও পড়ুন নায়কের জন্মদিনেই তো জন্মেছিলেন বাঙালির সেরা কল্পনা!

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে উরুগুয়ে ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সি গায়ে ফিরেছেন মেসি। এদিকে আবার আর্জেন্টিনার হয়ে খেলার পর বিষয়টি নিয়ে এই প্রথম মুখ খুললেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। মেসির দাবি, তিনি কাউকে ধোঁকা দেননি। প্রতারণাও করেননি কারও সঙ্গে।

আরও পড়ুন  আজ যে ক্রিকেটারের জন্মদিন, অভিষেক টেস্টে তাঁর থেকে ভালো পারফরম্যান্স কোনও ভারতীয় পেসার করেনি!

.