মেসির হ্যাট্রিক
শেষ তিন ম্যাচে তিনি গোল পাননি বলে সম্প্রতি সমালোচকরা নড়াচড়া শুরু করেছিলেন। লা লিগায় রিয়েল মায়োরকার বিরুদ্ধে মাত্র সতেরো মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে সবার মুখ বন্ধ করে দিলেন লায়োনেল মেসি।
শেষ তিন ম্যাচে তিনি গোল পাননি বলে সম্প্রতি সমালোচকরা নড়াচড়া শুরু করেছিলেন। লা লিগায় রিয়েল মায়োরকার বিরুদ্ধে মাত্র সতেরো মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে সবার মুখ বন্ধ করে দিলেন লায়োনেল মেসি। এর ফলে এবার লা লিগায় তাঁর গোলসংখ্যা বেড়ে হল তেরো।ম্যাচটায় বার্সেলোনা জিতল পাঁচ শূন্য গোলে। খেলার তেরো মিনিটের মাথায় মেসি তাঁর প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। একুশ এবং তিরিশ মিনিটের মাথায় তিনি বাকি দুটি গোল করেন।বার্সার হয়ে মেসি ছাড়া গোল পেয়েছেন কুয়েঙ্কা এবং ড্যানি আলভেস।