বাপ কা বেটা...! মেসির ছেলের অসাধারণ দুই গোলের ভিডিয়ো ভাইরাল
মাত্র সাত বছর বয়স মেসির বড় ছেলে থিয়াগোর। এরই মধ্যে সে বুঝিয়ে দিল যে ফুটবলে তাঁর ভবিষ্যত্ উজ্জ্বল।
নিজস্ব প্রতিবেদন : বাবা বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তাই বলে ছেলেকেও ফুটবলার হতে হবে এমন কোনও মানে নেই। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ছেলেকে ফুটবলার হিসাবে গড়ে তুলছেন। আর পিছিয়ে নেই লিওনেল মেসিও। এর আগে বহুবার ছোটদের ফুটবলে দুরন্ত গোল করে আলোচনায় উঠে এসেছে রোনাল্ডোর ছেলে। কিন্তু মেসির ছেলের পায়ের জাদুর ঝলক তেমন দেখা যায়নি। তবে এবার দুরন্ত দুটি গোল করে ইন্টারনেটে ভাইরাল হল মেসির ছোট্ট ছেলে।
মাত্র সাত বছর বয়স মেসির বড় ছেলে থিয়াগোর। এরই মধ্যে সে বুঝিয়ে দিল যে ফুটবলে তাঁর ভবিষ্যত্ উজ্জ্বল। বার্সেলোনা একাডেমির অনূর্ধ্ব-৮ টিমের খেলোয়াড় থিয়াগো। বাবার পথেই এগোচ্ছে মেসির ছেলে। তবে মেসির মতো বাঁ পায়ের ফুটবলার নয় থিয়াগো। কিন্তু স্কিল বা টেকনিকে তার মধ্যে মেসির ছাপ রয়েছে বলে মনে করেন নেটিজেনদের একাংশ। বাবার মতোই থিয়াগো খেলে ১০ নম্বর জার্সি পরে।
আরও পড়ুন- অবিশ্বাস্য! প্রায় ৭০ গজ দৌড়ে গোল করে তাক লাগিয়ে দিলেন এমবাপে
দুই ভাগে ভাগ হয়ে ম্যাচ খেলছিল বারসার বয়সভিত্তিক দলটি। থিয়াগো খেলছিল সার্জিও দলের হয়ে। বারসার ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুসকেটসের নামে এই দল। সার্জিও দলটি ৯-২ গোলে জিতেছে। দুটি অনবদ্য গোল করেছে মেসির ছেলে।