MET Gala : ৪০ কেজির পোশাকে বাইলস, ৬৬৫০ ঘণ্টায় ১০০ জন বানিয়েছেন! দেখেছেন কি ছবি?

বাইলসের থ্রি-ইন-ওয়ান পোশাকের স্কার্টটি আবার সোয়ারভস্কি স্ফটিকখচিত!

Updated By: Sep 14, 2021, 06:12 PM IST
MET Gala : ৪০ কেজির পোশাকে বাইলস, ৬৬৫০ ঘণ্টায় ১০০ জন বানিয়েছেন! দেখেছেন কি ছবি?

নিজস্ব প্রতিবেদন: মেট গালায় (MET Gala 2021) অন্যরকমের ডিজাইনার পোশাক পরে আলোচনায় সিমন বাইলস (Simone Biles)। বিশ্ববন্দিত মার্কিনি জিমন্যাস্টে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টে গায়ে চাপালেন ৪০ কেজির পোশাক, যা  ১০০ জন মিলে বানিয়েছেন ৬৬৫০ ঘণ্টায়।

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) মানসিক স্বাস্থ্যের কারণে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনাল থেকে নিজের নাম তুলে নেন বাইলস। তারপর বিচিত্র পোশাকে ফের খবরে তিনি। বাইলসের থ্রি-ইন-ওয়ান পোশাকের স্কার্টটি আবার সোয়ারভস্কি স্ফটিকখচিত! 

আরও পড়ুন:Shakib al Hasan: ধোনিকে ক্যাপ্টেন করে সর্বকালের সেরা আইপিএল একাদশ বেছে নিলেন শাকিব

‘মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইনস্টিটিউট’-এর বার্ষিক অনুষ্ঠান হল মেট গালা। ফি-বছর ফ্যাশন প্রদর্শনী হয় এই অনুষ্ঠানে। বিশ্বের তাবড় তারকারা অভিনব সব পোশাকে অন্যরকম সাজেই ধরা দেন নিজেদের। প্রতিবার প্রদর্শনীর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজেন তাঁরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.