মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিলের জয়

রোনাল্ডিনহোর করা অসাধারন ফ্রিকিক গোল। দশ জন হয়ে গিয়েও দুই এক গোলে ম্যাচ জয়।

Updated By: Oct 12, 2011, 04:11 PM IST

রোনাল্ডিনহোর করা অসাধারন ফ্রিকিক গোল। দশ জন হয়ে গিয়েও দুই এক গোলে ম্যাচ জয়। তাও আবার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে। কোচ ম্যানো মেঞ্জেসের ব্রাজিল যেন সাম্বার পুরানো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে। মেক্সিকোর বিরুদ্ধে প্রথমার্ধেই লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান ড্যানি অ্যালভেজ। ডেভিড লুইজের আত্মঘাতী গোলে দল তখন শূন্য-এক গোলে পিছিয়ে। জ্যাভিয়ের হার্নান্ডেজের মেক্সিকো তখন ক্রমশ বিষদাঁত দিয়ে চেপে ধরছে ব্রাজিল ডিফেন্সকে। প্রথমার্ধে মেক্সিকান ওয়েভ সামাল দেওয়ার পর,দ্বিতীয়ার্ধে হলুদ-নীল জার্সির ঔজ্জ্বল্য ক্রমশ উজ্জ্বলতর হয়। রোনাল্ডিনহোর গোলে সমতা ফেরায় ব্রাজিল।ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে মার্সেলোর গোলে অবশেষে জয় আসে।

.