ভেনেজুয়েলার নতুন চমক

বিশ্বকাপের যোগ্যতা নির্ধারনী ম্যাচে আর্জেন্টিনাকে এক-শূন্য গোলে হারিয়ে চমক দিল ভেনেজুয়েলা

Updated By: Oct 12, 2011, 03:53 PM IST

বিশ্বকাপের যোগ্যতা নির্ধারনী ম্যাচে আর্জেন্টিনাকে এক-শূন্য গোলে হারিয়ে চমক দিল ভেনেজুয়েলা। কলকাতায় প্রদর্শনী ম্যাচে হারের প্রতিশোধ দেড় মাস পর নিজেদের ঘরের মাটিতে তুলল তারা। কোপা আমেরিকার সেমিফাইনালিস্ট এই দলটি সাম্প্রতীককালে দারুন ছন্দে রয়ছে। ম্যাচে জুয়ান অ্যারানগোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে একমাত্র গোলটি করন ফার্নান্দো অ্যামোরেবিয়েটা। মরসুমের প্রথম প্রতিযোগীতামূলক ম্যাচেই সুপারপ্লপ মেসি। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একমাত্র দল,যারা এখনও পর্যন্ত বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই এবার বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছ তারা।

Tags:
.