বিরাট এখনও 'গ্রেট' নন, জানালেন প্রাক্তন এই ক্যারিবিয়ান স্পিড স্টার

হোল্ডিংয়ের যুক্তি, ইংল্যান্ডের মাটিতে সফল নন ভারত অধিনায়ক

Updated By: Jan 22, 2018, 08:49 PM IST
বিরাট এখনও 'গ্রেট' নন, জানালেন প্রাক্তন এই ক্যারিবিয়ান স্পিড স্টার

নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলিকে এখনও ‘গ্রেট’ বলতে রাজি নন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান 'স্পিড স্টার' মাইকেল হোল্ডিং। যে কোহলি প্রায় উল্কার গতিতে এগিয়ে চলেছেন তাঁকে স্বীকৃতি না দেওয়ার পেছনে জোরালো যুক্তি রয়েছে এই 'ক্যারিবিয়ান দৈত্যে'র।
কেন হোল্ডিংয়ের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছেন না কোহলি? হোল্ডিংয়ের যুক্তি, ইংল্যান্ডের মাটিতে সফল নন ভারত অধিনায়ক। উল্লেখ্য, এখনও পর্যন্ত ইংল্যান্ডে ৫টি টেস্ট খেলেছেন কোহলি। ইংল্যান্ডের ভিজে আবহাওয়ায় স্যুইং সামলাতে একপ্রকার ব্যর্থ বিরাট। পাঁচ টেস্টে তাঁর সংগ্রহ ২০, ৬, ৭, ০, ২৮, ৩৯, ০, ২৫, ৮ ও ১ রান।
আরও পড়ুন-চোখের জলে মোহনবাগান ছাড়লেন সোনি নর্ডি
সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকের পক্ষ থেকে হোল্ডিংকে প্রশ্ন করা হয়, আপনার বিচারে হাল আমলে সেরা ৩ ব্যাটসম্যান কারা। সেখানে তিনি অবশ্য কোহলিকে রেখেছেন। তালিকায় রয়েছে স্টিভ স্মিথ ও জো রুট। তবে কোহলি সম্পর্কে বলতে গিয়ে এক সময়ে দুনিয়া কাঁপানো বোলার বলেন, ‘ও ‌যখন ইংল্যান্ডে রান পাবে তখন আমি ওকে গ্রেট বলব। ‌যে ব্যাটসম্যান সব ধরনের পিচে রান পায় তিনিই সেরা। তবে বিরাট খুবই ভাল প্লেয়ার।‘

 

.