শুরুতেই পদক হাতছাড়া ফেল্পসের

দ্বিতীয় দিন থেকেই অঘটন শুরু হয়ে গেল লন্ডন অলিম্পিকে। সাঁতারে ৪০০ মিটার মেডলিতে ফেল্পসে হারিয়ে সোনা জিতে নিলেন স্বদেশীয় রায়ান লসটে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে চতুর্থ স্থানে শেষ করলেন মাইকেল ফেল্পস। পদক জয় দূরে থাক, স্বদেশীয় রায়ান লসটের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারলেন না মার্কিন সাঁতারু ফেল্পস।

Updated By: Jul 29, 2012, 12:00 PM IST

দ্বিতীয় দিন থেকেই অঘটন শুরু হয়ে গেল লন্ডন অলিম্পিকে। সাঁতারে ৪০০ মিটার মেডলিতে ফেল্পসে হারিয়ে সোনা জিতে নিলেন স্বদেশীয় রায়ান লসটে। ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে চতুর্থ স্থানে শেষ করলেন মাইকেল ফেল্পস। পদক জয় দূরে থাক, স্বদেশীয় রায়ান লসটের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারলেন না মার্কিন সাঁতারু ফেল্পস।
অলিম্পিক শুরুর আগে বিশ্বক্রীড়া যখন ধরেই নিয়েছিল এই অলিম্পিকেই ফেল্পস ভেঙে ফেলবেন ল্যারিসা ল্যাটিনিনার ১৯টি পদক জয়ের রেকর্ড, তখনই ঘটে গেল অঘটন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারমহল বিন্দুমাত্র অবাক নয় এই ফলে। কারণ, তাঁদের আগে থেকেই দাবি ছিল মাইকেল ফেল্পসের সাম্রাজ্যে বড় ভাগ বসাতে চলে এসেছেন আরেক মার্কিন সাঁতারু রায়ান লসটে। ০৪:০৫:১৮ মিনিটে সোনা জয় নিশ্চিত করেন রায়ান। সেখানে পদক হাতছাড়া করা কিংবদন্তী ফেল্পস সময় নিয়েছেন ০৪:০৯:২৮ মিনিট। ফেল্পসকে হারিয়ে ব্রোঞ্জ জিতে এশিয়ান রেকর্ড গড়লেন দক্ষিণ কোরিয়ার হ্যাগিনো।

 

.