কোমা থেকে জেগে উঠলেন শ্যুমাখার, রিপোর্টে প্রকাশ

রিডিউসড কোমা থেকে জেগে উঠলেন গতির মহারাজা মাইকেল শ্যুমাখার। ফ্রান্সের এক সংবাদপত্রে এমনই খবর প্রকাশ পেল। যে খবরের পর স্বস্তির নিশ্বাস ফেলছে বিশ্ব। যদিও শ্যুমাখারের সুস্থতার খবর নিয়ে মুখ খোলেননি তাঁর ম্যানেজার।

Updated By: Jan 30, 2014, 02:16 PM IST

রিডিউসড কোমা থেকে জেগে উঠলেন গতির মহারাজা মাইকেল শ্যুমাখার। ফ্রান্সের এক সংবাদপত্রে এমনই খবর প্রকাশ পেল। যে খবরের পর স্বস্তির নিশ্বাস ফেলছে বিশ্ব। যদিও শ্যুমাখারের সুস্থতার খবর নিয়ে মুখ খোলেননি তাঁর ম্যানেজার।

মস্তিষ্ক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, স্কি করতে গিয়ে আঘাত পেয়ে ৪৪ বছরের চালকের শরীরের কোনও কাজই ঠিকঠাক হচ্ছে না৷ একে ট্রমাটিক ব্রেন ইনজুরি (টিবিআই) বলে আখ্যা দিচ্ছেন তাঁরা৷ এ রকম হলে দীর্ঘমেয়াদি মস্তিষ্ক বিকৃতি দেখা যেতে পারে৷ কোমা থেকে বেরিয়ে মস্তিষ্ক বিকৃতি হলে কী ভাবে দেখা যাবে শ্যুমাখারকে? বিশেষজ্ঞদের মত তিনটি৷ প্রথমত, সারাক্ষণই অবসাদে ভুগবেন৷ দ্বিতীয়ত, স্বভাব-চরিত্র বদলে যাবে৷ তৃতীয় ও শেষ পরিবর্তনটা সবচেয়ে মারাত্মক৷ বিশেষজ্ঞদের মতে, এ ধরনের রোগী অপরাধপ্রবণ হয়ে যেতে পারেন৷

গত ২৯ ডিসেম্বর থেকে ওষুধের মাধ্যমে কোমায় রেখে চিকিৎসা চলছে শুমাখারের। মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে দু’বার। ডাক্তাররা জানিয়ে ছিলেন, রোগীকে সাধারণত কৃত্রিম উপায়ে পনেরো দিনের বেশি কোমায় রাখা হয় না। কারণ তার পরে মস্তিষ্ক বা লিভার ফুলে রোগীর স্থায়ী ক্ষতি হতে পারে। কিন্তু এ ক্ষেত্রে আঠারো দিন পরেও জ্ঞানে ফেরানো হয়নি। মানে মস্তিষ্কের চোট অসম্ভব গুরুতর।
-------------------------

সেই ইংরেজি সংবাদপত্রে যা লেখা হয়েছে, Schumi had `reacted positively` to the medical processes that began this week at the CHU hospital in the city of Grenoble, where he`s been since December 29. Meanwhile, Schumacher`s manager, Sabine Kehm, has urged the public not to pay attention to any speculations.

.