হ্যাপি বার্থ ডে শুমাখার, তাড়াতাড়ি সেরে ওঠো

ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখার আজ ৪৫ বছরে পা দিলেন। কিন্তু লক্ষ লক্ষ ভক্তের প্রার্থনা স্বত্ত্বেও আজও তিনি ফ্রান্সের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শুমাখার। গত রবিবার আলপসে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন সাত বারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন।

Updated By: Jan 3, 2014, 02:06 PM IST

ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখার আজ ৪৫ বছরে পা দিলেন। কিন্তু লক্ষ লক্ষ ভক্তের প্রার্থনা স্বত্ত্বেও আজও তিনি ফ্রান্সের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শুমাখার। গত রবিবার আলপসে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন সাত বারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন।

শুমাখারের পরিবার ও ডাক্তাররা তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

রবিবার স্কি করতে ভারসাম্য হারিয়ে গিয়ে পড়ে গিয়ে একটি পাথরের সঙ্গে জার্মানির এই ক্রীড়াবিদের মাথার ধাক্কা লাগে। স্কি করার যখন ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান তাঁর মাথা একটা পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতটা জোরে ধাক্কা খান তাঁর হেলমেট ভেঙে দু`টুকরো হয়ে যায়। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গ্রেনোবেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্যারিস থেকে তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ নিউরোসার্জেনকে নিয়ে আসা হয়েছে।

চ্যাম্পিয়ানরা হারতে জানেন না। তাই মৃত্যুর কাছেও এত সহজে হার মানবেন না এই কিংবদন্তী। তাঁর জন্মদিনে আমাদের প্রার্থনা রেসিং ট্র্যাকে যে ভাবে তিনি হেলায় হারাতেন প্রতিপক্ষদের, ঠিক সেভাবেই মৃত্যুকে হার মানিয়ে তিনি তাঁর জীবনে আরও অনেক গতিময় জন্মদিন বয়ে আনুন।

.