শৈশবে যৌন হেনস্থার শিকার, স্বীকোরক্তি মাইক টাইসনের

মাত্র সাত বছর বয়সে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল মাইক টাইসনকে। সেই ঘটনার প্রায় চার দশক পর এব্যাপারে মুখ খুললেন বিশ্বের কনিষ্ঠতম হেভিওয়েট চ্যাম্পিয়ন।

Updated By: Nov 1, 2014, 08:53 PM IST
শৈশবে যৌন হেনস্থার শিকার, স্বীকোরক্তি মাইক টাইসনের

ব্যুরো: মাত্র সাত বছর বয়সে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল মাইক টাইসনকে। সেই ঘটনার প্রায় চার দশক পর এব্যাপারে মুখ খুললেন বিশ্বের কনিষ্ঠতম হেভিওয়েট চ্যাম্পিয়ন।

সম্প্রতি এক সাক্ষাতকারে টাইসন জানিয়েছেন,রাস্তায় এক অপরিচিতের হাতে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। কিন্তু সেই ঘটনা নিয়ে কখনও কারর কাছে মুখ খোলেননি তিনি। পুলিস তো বটেই নিজের বাবা-মা-কে ঘটনাটি জানাননি তিনি।

তবে কিশোর বয়সের সেই ঘটনা তার উপর কী প্রভাব ফেলেছিল সে ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি।

১৯৮৬ সালে মাত্র কুড়ি বছর বয়সে সবচেয়ে কম বয়সী হিসাবে  বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছিলেন তিনি।

 

.