অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন মিসবা-উল-হক
টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করবেন না মিসবা-উল-হক। মিসবার বদলে মহম্মদ হাফিজকে অধিনায়ক করা হয়েছে। জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে অধিনায়কত্ব করবেন না মিসবা-উল-হক। মিসবার বদলে মহম্মদ হাফিজকে অধিনায়ক করা হয়েছে। জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ৮ টি টি-২০তে অধিনায়কত্ব করেছেন মিসবা। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজে অধিনায়কত্ব করেছিলেন তিনি। দুই-এক ফলে ইংল্যান্ড এই সিরিজ জিতেছিল। এদিকে দলের দায়িত্ব নেওয়ার পর মহম্মদ হাফিজ অধিনায়কত্বকে বাড়তি চাপ বলে মানতে নারাজ। নির্বাচকরা তাঁকে যা দায়িত্ব দিয়েছেন তা যথাযথ পালন করার চেষ্টা করবেন তিনি বলে জানিয়েছেন হাফিজ। অন্যদিকে ফাস্ট বোলার মহম্মদ সামি জাতীয় দলে কামব্যাক করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাল পারফরম্যান্সের জেরেই তিনি কামব্যাক করেছেন।