একদিনের ক্রিকেটে ৭০০০ রান, অনন্য নজির মিতালি রাজের
৩৮ বছর বয়সী এই মহিলা ক্রিকেটার ১৯৯৯ সালে প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন।
নিজস্ব প্রতিবেদন - শুক্রবারই আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেছিলেন দশ হাজার রান। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন টিম ইন্ডিয়ার একদিনের দলের অধিনায়ক মিতালি রাজ। রবিবার সকালে লখনউতে দঃ-আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে আরও এক রেকর্ড গড়লেন তিনি।
বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করলেন তিনি। দেশের হয়ে ২১৩ নম্বর ম্যাচ খেলতে নেমে এই অনন্য কীর্তি গড়লেন মিতালি। এর আগে মহিলা ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম ৬০০০ রান পূর্ণ করেন। তাঁর এই কৃতিত্বের পর টুইট করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে ভারতীয় বোর্ডও।
নিজেদের টুইটে বিসিসিআইয়ের তরফে লেখা হয়, “অনবদ্য মিতালি! টিম ইন্ডিয়া অধিনায়ক বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ৭০০০ রান পূর্ণ করলেন। অসাধারণ ক্রিকেটার!
Magnificent Mithali! #TeamIndia ODI skipper becomes the first woman cricketer to score 7⃣0⃣0⃣0⃣ ODI runs.
What a performer she has been! @M_Raj03 @Paytm #INDWvSAW pic.twitter.com/qDa6KZymlg
— BCCI Women (@BCCIWomen) March 14, 2021
৩৮ বছর বয়সী এই মহিলা ক্রিকেটার ১৯৯৯ সালে প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন। দঃ-আফ্রিকার বিরুদ্ধে ৭১ বলে ৪৫ রান করে আউট হন এই কিংবদন্তি।