ব্যাডমিন্টনে মিশ্র ফল ভারতীয়দের

অলিম্পিকে প্রথম জয় পেল ভারত। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগে স্ট্রেট গেমে জয় পেলেন ভারতের পারুপল্লি কাশ্যপ। গ্রুপ ডি-এর প্রথম ম্যাচে বেলজিয়ামের ট্যান ইউহানকে একুশ-চোদ্দ, একুশ-বারো ফলে হারিয়ে দেন কাশ্যপ।

Updated By: Jul 28, 2012, 06:02 PM IST

অলিম্পিকে প্রথম জয় পেল ভারত। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগে স্ট্রেট গেমে জয় পেলেন ভারতের পারুপল্লি কাশ্যপ। গ্রুপ ডি-এর প্রথম ম্যাচে বেলজিয়ামের ট্যান ইউহানকে একুশ-চোদ্দ, একুশ-বারো ফলে হারিয়ে দেন কাশ্যপ। এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি। অপরদিকে মিক্স ডাবলস বিভাগে গ্রুপ লিগের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার জুটির কাছে স্ট্রেট গেমে হেরে যায় ভারতের জোয়ালা গুট্টা-ভি ডিজু জুটি। মাত্র পঁচিশ মিনিটে ষোল-একুশ,বারো-একুশ ফলে হেরে যান জোয়ালারা। গোটা ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই তুলে ধরতে পারেনি জোয়ালা-ডিজু জুটি। আগামীকাল গ্রুপ লিগের শেষ ম্যাচে ডেনমার্কের জুটির বিরুদ্ধে খেলতে নামবেন জোয়ালা গুট্টা-ভি ডিজু জুটি।
ব্যাডমিন্টনের এই মিশ্র ফলের পর এখন অনেকেই তাকিয়ে বিশ্বের পঞ্চম বাছাই সাইনা নেওয়ালের দিকে। তিনি ও অন্যান্যরা ব্যাডমিন্টনে কতটা সফল হয় তাই দেখার।

.