পুরনো স্কুটারের ছবি পোস্ট করে নস্ট্যালজিক Mohammad Azharuddin! শোনালেন জীবনের গল্প
ভারতের ক্রিকেট ইতিহাসে আজহারউদ্দিন নিজেই একটা অধ্যায়। অসাধারণ অধিনায়কের পাশাপাশি তিনি ছিলেন একজন বিশ্বমানের স্টাইলিশ ব্যাটসম্যান।
নিজস্ব প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় প্রায় নস্ট্যালজিক হয়ে পড়ছেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। কখনও অতীতের কোনও ম্যাচের প্রসঙ্গে তুলে ধরছেন, তো কখনও বিশেষ মানুষের দেওয়া ব্যাটে বিশ্ব রেকর্ড করার গল্প শোনাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতের ক্রিকেট ইতিহাসে আজহারউদ্দিন নিজেই একটা অধ্যায়। অসাধারণ অধিনায়কের পাশাপাশি তিনি ছিলেন একজন বিশ্বমানের স্টাইলিশ ব্যাটসম্যান। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association president) সভাপতি ফিরে গেলেন কেরিয়ারের শুরুর দিনে। আজহারউদ্দিন শুক্রবার টুইট পোস্টে ফ্যানেদের করে দিলেন নস্ট্যালজিক।
আজহারউদ্দিন এদিন তাঁর একটি পুরনো স্কুটারের বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন, কখনও স্কুটারে চেপে তো কখনও শুধু স্কুটারের। তিনি লিখলেন, "কেরিয়ারের শুরুর দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমার প্রতিভার স্বীকৃতি হিসেবে এই স্কুটারটা পেয়েছিলাম। আমার কাছে এই স্কুটারটা ছিল তখন বিরাট বিলাসিতা। কারণ একটা সময় ছিল যখন মাইলের পর মাইল সাইকেল চালিয়ে প্র্যাকটিস করতে যেতাম আমি।"
আরও পড়ুন: প্রাণবায়ু জোগানের পর এবার Sourav Ganguly দুঃস্থদের জন্য টিকাকরণ করাচ্ছেন
Fond memories of my early career days when I got this scooter as an acknowledgment of my talent. It was a great luxury as compared to walking or on some lucky days cycling for miles to reach the practise stadium in the wee hours. pic.twitter.com/GNH9wYlGlr
(@azharflicks) June 4, 2021
আজহার যে সবুজ রঙের স্কুটারের ছবি পোস্ট করেছেন সেটি 'বাজাজ প্রিয়া' মডেলের। ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই স্কুটার ভারতে রাজত্ব করেছে। ১৫০ সিসি-র এই স্কুটার বহু পরিবারের সদস্য হয়ে উঠেছিল। আজহার তাঁর স্কুটারটির দুর্দান্ত রক্ষণাবেক্ষণ করেছেন, দেখলে মনে হবে স্কুটার এত বছর আগের। স্কুটারের হেডলাইটে আবার তাঁর নাম খোদাই করা আছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)