অশ্বিন, জাদেজাকে বিশ্রাম দেওয়ার জন্য, বিসিসিআইয়ের সমালোচনায় আজাহার

Updated By: Sep 12, 2017, 04:32 PM IST
অশ্বিন, জাদেজাকে বিশ্রাম দেওয়ার জন্য, বিসিসিআইয়ের সমালোচনায় আজাহার

ওয়েব ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে অশ্বিন এবং জাদেজাকে বিশ্রাম দিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। আর এই সিদ্ধান্তের খোলাখুলি সমালোচনা করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন। তিনি বলেছেন, 'যদি শ্রীলঙ্কা সফরের জন্য অশ্বিন এবং জাদেজাকে বিশ্রাম দেওয়া হতো, তাহলে বুঝতাম। কিন্তু, যখন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত খেলতে নামছে, তখন দলের সেরা দুই স্পিনারকে খেলানোই উচিত ছিল। বিশেষ করে ভারতীয় দল খেলবে ঘরের মাঠে। আর দেশের মাঠে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারতো অজিদের বিরুদ্ধে।'

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে নেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার

মহম্মদ আজাহারউদ্দিন আরও বলেছেন, 'অশ্বিনকে কাউন্টি ক্রিকেট খেলতে দেখে, ভাল লাগছে। কাউন্টিতে খেলার অভিজ্ঞতা ওকে আরও বেশি আত্মবিশ্বাস জোগাবে। কিন্তু, পাশাপাশি এটাও বলতে চাই যে, আমি যদি এখন ভারতীয় দলের অধিনায়ক হতাম, তাহলে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিন এবং জাদেজাকে খেলাতাম।'

আরও পড়ুন  পাকিস্তান বনাম বিশ্ব একাদশের টি২০ ম্যাচ কবে, কোথায়, কখন, সব জেনে নিন

.